শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়ার কিছুটা পরিবর্তন হবে। কমবে বৃষ্টির পরিমাণ, সেই সঙ্গে তাপমাত্রাও বেশ কিছুটা বাড়বে। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। যদিও উত্তরবঙ্গে শুক্রবারও ভারী বৃষ্টির পূর্বাভাস জারি রয়েছে।
এদিন সকাল থেকেই দক্ষিণবঙ্গের আকাশ কিছুটা মেঘ মুক্ত। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের দেখা মেলারও সম্ভাবনা রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন যে নিম্নচাপ রেখাটির অবস্থান ছিল, সেটি ধীরে ধীরে অভিমুখ পাল্টে বাংলাদেশের দিকে সরছে বলে আবহাওয়া দফতর জানিয়েছে। যার ফলে পূর্বাভাস মতোই দক্ষিণবঙ্গে বৃষ্টি অনেকটা কমবে বলে জানা গিয়েছে। যদিও এদিনও প্রায় প্রতিটি জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে।
এদিকে উত্তরবঙ্গে পরিস্থিতি এখনও আশঙ্কাজনক। তিস্তার পরিস্থিতি ভয়াবহ। তার ওপরে শুক্রবারও ভারী বৃষ্টির সম্ভাবনা। সব মিলিয়ে উত্তরবঙ্গের একাধিক জেলায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।
Comments are closed.