শনিবার দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভবনা। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী সপ্তাহে বঙ্গোপসাগরে ফের একটি নিম্নচাপের সম্ভবনা রয়েছে। শনিবার দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, মূলত পশ্চিমের জেলাগুলিতে বজ্র বিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই মাঝারি থেকে হালকা বৃষ্টিপাত হতে পারে। তবে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। শুক্রবার দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা কম। তবে কলকাতা সহ পাশ্ববর্তী জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বলে জানিয়ে হাওয়া অফিস।
কলকাতায় এদিন সকাল থেকে রোদের তেজ তীব্র। বাতাসে জলীয় বাস্পের কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে সারাদিন। অন্যদিকে প্রবল বর্ষণ চলছে উত্তরবঙ্গে। সোমবার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গের সব জেলাতেই রয়েছে। শনিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায়।
Comments are closed.