আসন্ন মাধ্যমিক পরীক্ষার জন্য চালু হয়েছে হেল্পলাইন নম্বর, জেনে নিন নম্বরগুলি
আগামী 23 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে রাজ্য জুড়ে মাধ্যমিক পরীক্ষা
মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার্থে চালু হল কন্ট্রোলরুম নম্বর। ১৬ ফেব্রুয়ারি থেকে কার্যকরী হয়েছে এই নম্বর। এক বিজ্ঞপ্তিতে মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে, মাধ্যমিক পরীক্ষা নিয়ে যে কোনও বিষয় জানা যাবে কন্ট্রোলরুমে ফোন করে। এছাড়া পরীক্ষা সংক্রান্ত সমস্যাও জানানো যাবে এই নম্বরে ফোন করে। হেল্প লাইন নম্বরগুলি ৯১৩৩-২৩২১-৩৮৭২ এবং ৯১৩৩-২৩৫৯-২২৭৪। এছাড়া ইমেল করেও সমস্যা জানানো যাবে। ইমেল অ্যাড্রেস হল [email protected]।
কলকাতার পাশাপাশি অন্যান্য জেলাগুলিতেও হেল্প লাইন নম্বর চালু হয়েছে। জরুরি নম্বরগুলি হল- সভাপতি- ২৩২১-৩০৮৯, সেক্রেটারি- ২৩২১-৩৮১৬, ডেপুটি সেক্রেটারি (এগজামিনেশন)- ৯৯০৩৪২১১৯৯, অ্যাসিসট্যান্ট সেক্রেটারি কনফিডেনশিয়াল): ৮৭৭৭৮৯৯১৮২, কলকাতা রিজিওনাল অফিস: ৯১৪৭১৩৫৭৪৯, ৮৯৮১৮৩৩৮৯৮, বর্ধমান রিজিওনাল অফিস: ৯১৪৭১৩৫৭৪৭, ৯৪৭৪০২১১৩৫, মেদিনীপুর রিজিওনাল অফিস: ৯১৪৭১৩৫৭৫২, ৯৪৭৬৩০২৬৮০, নর্থ বেঙ্গল রিজিওনাল অফিস: ৯১৪৭১৩৫৭৪৮, ৯৬০৯৯১৬১৪১।
এই বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে ২৩ ফেব্রুয়ারি। চলবে ৪ মার্চ পর্যন্ত। পরীক্ষা সুষ্ঠুভাবে হওয়ার জন্য একাধিক পদক্ষেপ নিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। পরীক্ষা কেন্দ্রে তিনটি করে সিসিটিভি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ।
Comments are closed.