১০০ দিনের কাজের টাকা কেন পাচ্ছে না রাজ্য, ১০ দিনের মধ্যে কেন্দ্রকে রিপোর্ট জমা দিতে বলল হাইকোর্ট 

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি থেকে শুরু করে তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। প্রায় প্রতিদিনই অভিযোগ করে আসছেন, রাজ্যের পাওনা ১০০ দিনের টাকা আটকে রেখেছে কেন্দ্র। সম্প্রতি বিষয়টি হাইকোর্ট পর্যন্ত গড়ায়। এবার এই ঘটনায় কেন্দ্রের রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

রাজ্যের অভিযোগ, ২০২১ সালের ডিসেম্বর মাস থেকে ১০০ দিনের কাজের টাকা বকেয়া রেখেছে কেন্দ্রীয় সরকার। টাকার পরিমাণ, ২ হাজার ৭০০কোটি। সম্প্রতি এ নিয়ে একটি জনস্বার্থ মামলা দায়ের করেন আইনজীবী সম্রাট সেন। মঙ্গলবার হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হয়। এদিন ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, কেন রাজ্যের টাকা বকেয়া রাখা হয়েছে, ১০ দিনের মধ্যে তা রিপোর্ট আকারে হাইকোর্টে জমা দিতে হবে।

এদিকে কেন্দ্রের অভিযোগ, ১০০ দিনের টাকা নিয়ে দুর্নীতি হয়েছে। এদিন এ প্রসঙ্গেও হাইকোর্ট বলে, রাজ্যের দেওয়া অ্যাকশন টেকেন রিপোর্ট হয় গ্রহণ করুক অথবা বাতিল কেন্দ্র। কিন্তু এভাবে ফেলে রাখা যাবে না।

Comments are closed.