২০১৩-এর পঞ্চায়েত ভোটের থেকে বেশি কেন্দ্রীয় বাহিনী চাইতে হবে কমিশনকে; নির্দেশ হাইকোর্টের

পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে ফের একবার কড়া নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বুধবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ রাজ্য নির্বাচন কমিশনকে নির্দেশ দেয়, ২০১৩ এর পঞ্চায়েত ভোটে যে পরিমাণ কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হয়েছিল। তার থেকে কম বাহিনী চাইলে হবে না। এমনকী বেশি বাহিনী চাইতে হবে কমিশনকে। সেই সঙ্গে হাইকোর্টের নির্দেশ, আগামী ২৪ ঘন্টার মধ্যে কেন্দ্রের কাছে পর্যাপ্ত বাহিনী চাইতে হবে কমিশনকে। 

হাইকোর্ট এবং পরবর্তী সময়ে সুপ্রিম কোর্টের নির্দেশে প্রতি জেলায় মাত্র ১ কোম্পানি বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেয় রাজ্য নির্বাচন কমিশন। যার বিরোধিতা করে বুধবার ফের হাইকোর্টের দ্বারস্থ হয় বিজেপি। এদিন সেই মামলায় হাইকোর্টের  প্রধান বিচারপতি নির্দেশ দেন, ২০১৩ সালের থেকে বেশি বাহিনী ব্যবহার করতে হবে নির্বাচন কমিশনকে।  

উল্লেখ্য, ২০১৩ সালে পঞ্চায়েত ভোটে ৮২ হাজার কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল রাজ্যে। হাইকোর্টের নির্দেশ সেই সংখ্যক বা তার বেশি কেন্দ্রীয় বাহিনী চাইতে  হবে কমিশনকে। এই অবস্থায় রাজ্য নির্বাচন কমিশন কী পদক্ষেপ নেয়, এখন সেটাই দেখার। 

Comments are closed.