নির্বাচন পর্বে মে মাসে দেশে ৮২২ কোটি টাকার ইলেক্টোরাল বন্ড বিক্রি, তার মধ্যে কলকাতাতেই বিক্রি ৩৭০ কোটির! কোন পার্টি পেল এত টাকা, প্রশ্ন

নির্বাচন চলাকালীন শুধু মে মাসে গোটা দেশে ইলেক্টোরাল বন্ডের মাধ্যমে রাজনৈতিক দলগুলি যত টাকা আয় করেছে, তার ৪৫ শতাংশ টাকার বন্ড বিক্রি হয়েছে কলকাতায়। দেশের সব শহরকে ছাপিয়ে ইলেক্টোরাল বন্ড বিক্রিতে এক নম্বরে উঠে এসেছে কলকাতা। এই তথ্য সামনে আসার পর স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে।
পুণের সামাজিক আন্দোলনকারী ভিহার দুরভের দায়ের করা আরটিআইয়ের প্রেক্ষিতে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জানাল, লোকসভা ভোট চলাকালীন গোটা দেশে শুধুমাত্র মে মাসে ৮২২ কোটি টাকারও বেশি ইলেক্টোরাল বন্ড বিক্রি হয়েছে। এসবিআই আরও জানিয়েছে, ৬ ই মে থেকে ভোট গণনার পরের দিন, অর্থাৎ ২৪ শে মে পর্যন্ত ২০ দিনেই রেকর্ড পরিমাণ ইলেক্টোরাল বন্ড বিক্রি করেছে তারা। সবচেয়ে তাৎপর্যপূর্ণ ব্যাপার হল, এই ২০ দিনে ৮২২ কোটি টাকার সিংহভাগ, ৩৭০ কোটিরও বেশি টাকার ইলেক্টোরাল বন্ড বিক্রি করেছে কলকাতার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সদর দফতর। গোটা দেশে এত বেশি টাকার ইলেক্টোরাল বন্ড বিক্রির নজির নেই।
নির্বাচন চলাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় বারবারই অভিযোগ করেছেন, নজিরবিহীনভাবে বিপুল পরিমাণ কালো টাকা বিজেপি খরচ করছে এ রাজ্যে। এবার দেখা গেল, ইলেক্টোরাল বন্ডের মাধ্যমে রাজনৈতিক দলগুলির প্রাপ্ত টাকাও সবচেয়ে বেশি উঠেছে এ রাজ্য থেকেই।
মঙ্গলবার নিউজ পোর্টাল thequint এ প্রকাশিত হয় ইলেক্টোরাল বন্ড সংক্রান্ত এই প্রতিবেদন। তারপরই এই প্রতিবেদনকে ট্যুইটার অ্যাকাউন্টে শেয়ার করে সিপিএম পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিম মন্তব্য করেন, পশ্চিমবঙ্গে বিজেপির অভূতপূর্ব সাফল্যের নেপথ্য রহস্য ক্রমশ পরিষ্কার হচ্ছে।
thequint এর প্রতিবেদনে মে মাসে দেশের বড় শহরগুলোতে ইলেক্টোরাল বন্ড বিক্রির একটি তালিকা প্রকাশ করা হয়েছে। তাতে দেখা যাচ্ছে, ৩৭০ কোটিরও বেশি টাকার ইলেক্টোরাল বন্ড বিক্রি করে তালিকার একেবারে শীর্ষে কলকাতার এসবিআই মেন ব্রাঞ্চ। অঙ্কের বিচারে তারপরেই স্থান মুম্বইয়ের। বাণিজ্য নগরীর এসবিআই মেন ব্রাঞ্চ থেকে ২০০ কোটি টাকারও বেশি ইলেক্টোরাল বন্ড বিক্রি হয়েছে মে মাসের ওই ২০ দিনের মধ্যে। তালিকায় তৃতীয় স্থানে রাজধানী দিল্লি। সেখানে ১১২ কোটি টাকারও বেশি মূল্যের ইলেক্টোরাল বন্ড বিক্রি হয়েছে।
thequint এ প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে, এ বছরের জানুয়ারি, মার্চ, এপ্রিল ও মে মাসে মোট ৪৭৯৪ কোটি টাকার ইলেক্টোরাল বন্ড বিক্রি হয়েছে। পাশাপাশি, গত বছরের মার্চ, এপ্রিল, মে, জুলাই, অক্টোবর ও নভেম্বর মাসে ১০০০ কোটিরও বেশি মূল্যের ইলেকটোরাল বন্ড বিক্রি হয়েছে এসবিআই থেকে। অর্থাৎ, ২০১৮ এবং ২০১৯ মিলিয়ে মোট ৫৮৫১ কোটি টাকার ইলেক্টোরাল বন্ড বিক্রি হয়েছে।
এই হিসেব থেকে একটা জিনিস স্পষ্ট, ২০১৯ লোকসভা নির্বাচনে রাজনৈতিক দলগুলির একটা বড় খরচই উঠেছে ইলেক্টোরাল বন্ড বিক্রি করে। কিন্তু কে এই বন্ড কিনছেন তা জানার কোনও উপায় নেই। thequint এর প্রতিবেদনে প্রকাশ, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জানিয়েছে, কে, কোন দলকে কত টাকা দিচ্ছেন তা নথিভুক্ত করার কোনও পদ্ধতি তাদের নেই। ফলে অর্থের উৎস জানার কোনও সম্ভাবনা নেই। গোটা দেশে যত টাকার ইলেক্টোরাল বন্ড বিক্রি হয়েছে, তার সিংহভাগই গিয়েছে বিজেপির ঝুলিতে, অভিযোগ বিরোধীদের।

Comments are closed.