আরও মহার্ঘ্য বিমান-সফর, ৩০% বৃদ্ধি বিমান ভাড়ায়
পেট্রোল-ডিজেল-রান্নার গ্যাসের পর এবার বিমানের ফুয়েলের দাম বাড়ল। তার জেরে এক ধাক্কায় বিমান যাত্রার খরচ বেড়ে গেল ৩০ শতাংশ। যদিও অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক জানাচ্ছে এটা রুটিন ভাড়া বৃদ্ধি।
অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, ১৮০ থেকে ২১০ মিনিটের বিমান সফরের সর্বোচ্চ খরচ ১৮,৬০০ টাকা থেকে ৩০ শতাংশ বেড়ে হচ্ছে ২৪,২০০ টাকা। অর্থাৎ এক্ষেত্রে দাম বাড়ছে ৫৬০০ টাকা। অন্যদিকে কম সময়ের বিমান সফরে ভাড়া বাড়ছে ১০ শতাংশ। যার পরিমাণ ২০০ টাকা।
লকডাউনের জেরে গত বছরের ২৫ মার্চ থেকে বন্ধ হয়ে গিয়েছিল বিমান চলাচল। করোনার ধাক্কা কাটিয়ে ২৫ মে থেকে একাধিক বিধিনিষেধ মেনে যা ফের চালু হয়েছিল। করোনাকালে পরিষেবা স্তব্ধ থাকার জেরে প্রবল ক্ষতির মুখে পড়েছিল অ্যাভিয়েশন সেক্টর। তবু সাধারণ মানুষের কথা ভেবে অসমারিক বিমান পরিবহন দফতরের পক্ষ থেকে বেঁধে দেওয়া হয়েছিল বিমান ভাড়ার সর্বোচ্চমাত্রা।
Comments are closed.