অসমের ১৫ তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ হিমন্ত বিশ্বশর্মার
এদিন তাঁর শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা
অসমের ১৫ তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন হিমন্ত বিশ্বশর্মা। সোমবার বেলা ১২ টায় রাজ ভবনে রাজ্যপাল জগদীশ মুখি তাঁকে শপথ বাক্য পাঠ করান।
এদিন তাঁর শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, বিজেপির অন্যান্য কেন্দ্রীয় নেতৃত্ব। এছাড়াও ত্রিপুরা, মণিপুর, নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রীরা উপস্থিত ছিলেন।
মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর নাম চূড়ান্ত হওয়ার পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ধ্যনবাদ জানান। বলেন, অমিত শাহজির নির্দেশে মেনেই অসমে উন্নয়নের কাজ এগোবে।
রবিবার গুয়াহাটিতে বিজেপির পরিষদীয় দলের মিটিং-এ মুখ্যমন্ত্রী হিসেবে হেমন্তের নাম চূড়ান্ত হয়। উল্লেখ্য, শনিবার বিজেপির কেন্দ্রীয় কমিটির বৈঠকে অসমের মুখ্যমন্ত্রী হিসেবে প্রাক্তন কংগ্রেস নেতাকেই দল চাইছে বলে ইঙ্গিত দেন বিজেপির শীর্ষ নেতৃত্ব।
জানা যাচ্ছে প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল পুনরায় কেন্দ্রীয় মন্ত্রী সভায় ফিরে যেতে পারেন।
Comments are closed.