একুশের ভোটের প্রচারে প্রায়ই পশ্চিমবঙ্গে আসতেন। কিন্তু ভোটে ভরাডুবির পর আর আসেননি। যা নিয়ে কটাক্ষও করেছেন বিরোধীরা। তবে সব কিছু ঠিক থাকলে এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্য বিজেপি সূত্রে এমনটাই খবর। আরও জানা গিয়েছে, ১৬ এবং ১৭ এপ্রিল বাংলায় আসতে পারেন তিনি।
শিলিগুড়ির একটি সরাকরি অনুষ্ঠানে যোগ দিতে পারেন শাহ। এর পর বাংলার সংগঠন নিয়ে রাজ্যের নেতাদের সঙ্গে বৈঠকও করতে পারেন তিনি। সেই মতো রাজ্যের নেতারা ইতিমধ্যেই তোড়জোড় শুরু করে দিয়েছে বলে জানা যাচ্ছে। এ প্রসঙ্গে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার বলেন, শিলিগুড়ির একটি সরকারি অনুষ্ঠানে তাঁর যোগ দেওয়ার কথা। অনুষ্ঠান শেষে রাজ্যের নেতাদের সঙ্গেও বৈঠক করবেন উনি। প্রসঙ্গত এর আগেও অমিত শাহ আসতে পারেন বলে জানা গিয়েছিল। কিন্তু সেবারে তাঁর সফরসূচি বাতিল হয়। যদিও এবারে তাঁর আসা চূড়ান্ত বলেই জানা গিয়েছে।
এদিকে অমিত শাহের সফর নিয়ে কটাক্ষ করেছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বলেন, বহুদিন পরে উনি আসছেন ওনাকে স্বাগতম। কিন্তু রাজ্যের নেতাদের সঙ্গে যখন বৈঠক করবেন তখন আলাদা আলাদা টেবিল ভাগ করে নেবেন। আদি বিজেপি, তৎকাল বিজেপি, পরিযায়ী বিজেপি এবং সাময়িক বিজেপি। কুণালের সংযোজন সাময়িক বিজেপি বললাম কারণ, আজ উনি যে বিধায়ক সাংসদদের সঙ্গে বৈঠক করবেন কাল তাঁরা বিজেপিতে নাও থাকতে পারে।
Comments are closed.