আধার কার্ড কি রিনিউ করতে হয়? বৈধতার মেয়াদ সম্পর্কে জানুন 

বর্তমানে পরিচয়পত্র হিসেবে আধার কার্ড বাধ্যতা মূলক। ব্যাঙ্ক পরিষেবা থেকে শুরু করে ট্রেনে টিকিট কাটতে গেলেও আধার কার্ড প্রয়োজনীয়। আধার কার্ড ছাড়া এক পাও চলা এক প্রকার অসম্ভব। অন্যান্য পরিচয় পত্রের থেকে আধার কার্ড কিছুটা আলাদা। কারণ এখানে নাগরিকের বায়োমেট্রিক তথ্য সংরক্ষিত থাকে। সাধারণত রেশন কার্ড, ড্রাইভিং লাইসেন্সর মতো পরিচয়পত্রগুলোর মেয়াদ একটি নির্দিষ্ট সময় পর্যন্ত থাকে। এরপর সেগুলোকে রিনিউ করতে হয়। এক্ষেত্রে স্বাভাবিক ভাবেই প্রশ্ন আসে, আধার কার্ডের সেরকম কোনও নিয়ম রয়েছে কিনা? 

আধার নিয়ামক সংস্থার তথ্য অনুযায়ী, সেই অর্থে আধারের মেয়াদ উত্তীর্ণ হয়না। কোনও ব্যক্তির মৃত্যু পর্যন্ত আধার কার্ড বৈধ থাকে। আধার কার্ডে থাকা ১২ সংখ্যার নাম্বারটি ব্যবহার করেই ওই ব্যক্তি সম্পর্কে যাবতীয় তথ্য পাওয়া যায়। তবে আধার কার্ডে থাকা ১২ টি নাম্বার বৈধ কিনা, তা আপনি বাড়ি থেকেই যাচাই করতে পারবেন। 

আধারকার্ডের বৈধতা যাচাই করার জন্য প্রথমে UIDAI নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে আধার অপশনটিতে ক্লিক করতে হবে। ওখানেই Verify adhar number-ক্লিক করে ১২ ডিজিটের আধার নাম্বার দিতে হবে। আধারনম্বর দেওয়ার পর সবুজ সংকেত এলে জানবেন আধার নম্বরটি বৈধ। 

Comments are closed.