দিল্লিতে উদ্বেগজনক বায়ু দূষণে দু’দিনের লকডাউনের পরামর্শ সুপ্রিম কোর্টের

দিল্লিতে ভয়াবহ দূষণের মাত্রা। এই অবস্থায় দিল্লিতে দুদিনের লকডাউনের পরামর্শ সুপ্রিম কোর্টের। সোমবারের মধ্যে পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে দেশের শীর্ষ আদালত। কয়েক সপ্তাহ ধরে দূষণের চাদরে ঢেকেছে দিল্লির আকাশ। শনিবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এন ভি রামানা বলেন, উদ্বেগজনক পরিস্থিতিতে বাড়িতেও মাস্ক পরে থাকতে হচ্ছে। জরুরিভিত্তিতে পদক্ষেপ নিক কেন্দ্র। প্রয়োজনে দুদিনের লকডাউনের সিদ্ধান্ত নেওয়া যেতে পারে।

সুপ্রিম কোর্টের এই পরামর্শের পর দিল্লিতে জরুরিভিত্তিতে বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এই বৈঠকে উপস্থিত থাকবেন দিল্লির উপ মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া, স্বাস্থ্য মন্ত্রী সৈতেন্দর জৈন সহ দিল্লির পরিবেশ মন্ত্রী। শনিবার দিল্লিতে বায়ু দূষণ সংক্রান্ত একটি মামলায় শুনানি ছিল। সেই মামলায়, দিল্লিতে উদ্বেগজনক বায়ু দুষণের কথা স্বীকার করে নেয় কেন্দ্র। বলা হয়, দিল্লির বাতাসে শ্বাস নেওয়া এখন দিনে ২০টি সিগারেট খাওয়ার সমান হয়ে দাঁড়িয়েছে।

তবে দুষণ নিয়ে এদিন পঞ্জাব সরকারের উপর দোষ চাপায় কেন্দ্র। কেন্দ্রের দাবি, পঞ্জাবে খড় পোড়ানো বন্ধ না হলে দূষণ নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। কেন্দ্রের এই সাফাইয়ের পর সুপ্রিম কোর্ট তীব্র অপমান করে কেন্দ্রকে। বলে, রাজ্যের জন্য দূষণ হচ্ছে না কেন্দ্রের জন্য তা দেখব না। দূষণ রোধে কী পদক্ষেপ নিচ্ছেন সেটা বলুন।

Comments are closed.