আজ আপনার জন্ম দিন হলে পাশ্চাত্য মতে আপনার রাশি মেষ। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: মঙ্গল ও ইউরেনাস। ২২ তারিখে জন্ম হবার কারণে আপনার ওপর ইউরেনাসরে প্রভাব স্পষ্ট। আপনার শুভ সংখ্যাঃ ৪,১৩,২২,৩১। আপনার শুভ বর্ণ: লাল ও গোলাপী। শুভ গ্রহ ও বার: ইউরেনাস( রবি) ও মঙ্গল। শুভ রত্ন: গার্ণেট ও রক্তপ্রবাল। আজকের দিনের শুভ বর্ণ: আজ আপনার জন্য লাল ও গোলাপী রং সৌভাগ্য বয়ে আনতে পারে। জ্যোতিষশাস্ত্রানুসারে আজকের দিনের শুভ সময়: সকাল: ৬:১৩-৭:৩৫, ১০:৫৪-১:২৩, বিকাল: ৩:৫২-৫:৩১ রাত: ৭:০৭-৯:২৫, ১১:৪৫-২:৫০ পর্যন্ত। চন্দ্রের অবস্থান: আজ চন্দ্র মিথুন রাশিতে অবস্থান করবে। ৯মী তিথি শেষ রাত: ৬:০৭ পরে ১০মী তিথি চলবে। আজকের দিনের পরিত্যজ্য খাদ্য: আজ শেষ রাত: ৬:০৭ পর্যন্ত লাউ পরে কলমিশাক খাওয়া নিষেধ।
মেষ রাশি: মেষ রাশির জাতক জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। বৈদেশিক যোগাযোগে অগ্রগতি হবে। ছোট ভাই বোনের বিদেশে পাঠানোর চেষ্টায় সফল হবেন। গণমাধ্যম কর্মীদের কাজের ক্ষেত্রে প্রশাসনিক বাধা বিপত্তি কমে যাবে। গার্মেন্টস ও বস্ত্র ব্যবসায়ীদের নতুন অর্ডার লাভের যোগ। প্রতিবেশীর কারনে কিছু সঙ্কটের আশঙ্কা।
বৃষ রাশি: বৃষ রাশির জাতক জাতিকার দিনটি ব্যবসায়ীক কাজে অগ্রগতির দিন। আয় রোজগারে আশানুরুপ অগ্রগতি হবে। সাংসারিক জীবনে ছোট শ্যালক শ্যালিকার সাহায্য পাবেন। সঞ্চয়ের ক্ষেত্রে দৃঢ় প্রত্যয়ী না হলে অর্থ সঞ্চয় করা সহজ হবে না। বকেয়া অর্থ আদায়ে চাপ দিতে হবে। সামাজিক অনুষ্ঠানে নিমন্ত্রীত হলে সম্মানিত হওয়ার আশা।
মিথুন রাশি: মিথুন রাশির জাতক জাতিকার দিনটি ভালো যাবে। সুনাম সম্মান ও মর্যাদা বৃদ্ধি পাবে। কর্মস্থলে চলতে থাকা সকল বাধা নিজের উপস্থিত বুদ্ধির জোড়ে কাটিয়ে উঠতে সক্ষম হবেন। সাংসারিক জীবনে জীবন সাথীর মান অভিমান না করাই ভালো। অংশিদারী ব্যবসা বাণিজ্যে সফল হতে পারবেন। আয় রোজগার বৃদ্ধির সুযোগকে কাজে লাগাতে হবে।
কর্কট রাশি: কর্কট রাশির জাতক জাতিকার দিনটি ব্যয় বহুল। গৃহে আত্মীয় স্বজন বা অতিথি সমাগমের যোগ প্রবল। বিদেশ যাত্রার চেষ্টায় সফল হতে পারবেন। ট্রান্সপোর্ট ব্যবসায় বিনিয়োগে দেখা দেবে অনিশ্চয়তা। আপনার কারিগরী জ্ঞাণ ও উপস্থিত বুদ্ধিকে কাজে লাগাতে পারলে সর্বত্র সফল হতে পারবেন।
সিংহ রাশি: সিংহ রাশির জাতক জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। আয় রোজগারের ক্ষেত্রে অগ্রগতি হবে। বড় ভাই বোনের কাছ থেকে আর্থিক প্রতিশ্রুতি পেতে পারেন। চাকরিজীবীদের বকেয়া বেতন বিল আদায় যোগ প্রবল। ঠিকাদারী ব্যবসা বাণিজ্যে প্রভাবশালী বন্ধুর সহায়তা লাভের আশা। আর্থিক উন্নতিতে বন্ধু সাহায্য করবে।
কন্যা রাশি: কন্যার জাতক জাতিকার আজ কর্ম ক্ষেত্রে সফল হতে হবে। প্রভাবশালী কর্মকর্তার সাথে চলতে থাকা বিরোধ মিটিয়ে ফেলতে পারলে প্রাতিষ্ঠানিক প্রশিক্ষনের জন্য বিদেশ যাত্রার সুযোগ পেতে পারেন। রাজনৈতিক ক্ষেত্রে আপনার পূণর্মূল্যায়ন হওয়ার যোগ প্রবল। চাকরি সংক্রান্ত তদবিরে আজ অগ্রগতির আশা।
তুলা রাশি: তুলা রাশির জাতক জাতিকার দিনটি ভাগ্য উন্নতির। উচ্চ শিক্ষার ক্ষেত্রে কোনো আত্মীয়র পূর্ণ সহযোগিতা লাভের আশা। জীবন জীবীকার তাগিদে বিদেশ যাত্রা করতে পারেন। ধর্মীয় ও আধ্যাত্মীক যোগাযোগে সফলতার সম্ভাবনা। পারিবারিক ধর্মীয় কাজে অর্থ ব্যয় হবে। বৈদেশিক ব্যবসা বাণিজ্যে কাঙ্খীত সফলতা লাভের দিন।
বৃশ্চিক রাশি: বৃশ্চিক রাশির জাতক জাতিকার দিনটি নানা রকম ঝামেলার মধ্যে যাবে। কোনো ঝুঁকিপূর্ণ বিনিয়োগে লাভের আশা করতে পারেন। পাওনাদারের বকেয়া টাকা পয়সা শোধ করার সুযোগ আসবে। ব্যাংক ঋণ সংক্রান্ত বিষয়ে অগ্রগতির যোগ। বীমার লভাংশ বা ব্যাংকের টাকার লাভ পেতে পারেন।
ধনু রাশি: ধনু রাশির জাতক জাতিকার দিনটি দাম্পত্য ক্ষেত্রে অগ্রগতির। ব্যবসা বাণিজ্যে আজ আশানুরুপ লাভের যোগ। অংশিদারী কোনো তদবিরের কাজে কাঙ্খীত লাভের আশা করা যায়। যৌথ তদবির বা জমির কাজে আপনার মেধা দিয়ে সফল হবেন। জীবন সাথীর জন্য কেনাকাটার যোগ প্রবল। মানসিক অস্থিরতা কমাতে হবে।
মকর রাশি: মকর রাশির জাতক জাতিকার কর্মস্থলে সহকর্মীদের সাথে রাগ ও জেদ না দেখানোই ভালো। অধিনস্ত কর্মচারীদের কোনো কথায় মাথা গরম করা চলবে না। নিজের অনৈতিক চিন্তাভাবনা গুলোকে জলাঞ্জলী দিতে হবে। কাজের ক্ষেত্রে বেশী চাপ নেওয়া ঠিক নয়। আপনার দ্বারা যতটুকু করা সম্ভব , ততোটুকুই ভালো।
কুম্ভ রাশি: কুম্ভ রাশির জাতক জাতিকার প্রেম ভালোবাসার পেছনে শ্রম ও অর্থ নষ্ট হবে। শিক্ষা ক্ষেত্রে সাফল্য লাভে আরো মনযোগী হওয়ার বিকল্প নেই। সন্তানের সাথে স্নেহময় আচরণ আপনার সন্তানের মানসিক বিকাশে সাহায্য করবে। শিল্পী ও কলাকুশলীদের দিনটি সম্মান মর্যাদা বৃদ্ধির। সৃজনশীল ব্যবসায় নতুন কাজের সুযোগ আসবে।
মীন রাশি: মীন রাশির জাতক জাতিকার পারিবারিক জীবনে কোনো ভালো ঘটনা ঘটবে। ভূ-স্থাবর সম্পত্তি ক্রয় বা বিক্রয়ের সুযোগ আসবে। নিজের ব্যবসায়ীক প্রয়োজনে বাহন ক্রয় করতে পারেন। প্রবাসী আত্মীয় স্বজনের সাহায্য লাভের আশা। মায়ের শারীরিক অবস্থার উন্নতি হতে থাকবে। গৃহপালিত পশুর সংখ্যা বৃদ্ধি পাবে।
Comments are closed.