শীতের ছুটিতে পাহাড়ে যাচ্ছেন? বন্দে ভারত এক্সপ্রেস নিয়ে বিশেষ খবর দিল রেল; জানুন বিস্তারিত

শীত মানেই বেড়াতে যাওয়ার সেরা সময়। হালকা শীতের আমেজ গায়ে মেখে অনেকেই এসময়ে পাহাড়ে পাড়ি দিচ্ছেন। যে কারণে উত্তরবঙ্গগামী ট্রেনগুলোতে যাত্রীদের ব্যাপক ভিড় হচ্ছে। সেই ভিড় সামলাতে এবার হাওড়া-নিউ জলপাইগুড়ি স্পেশাল ট্রেনের সময়সীমা বৃদ্ধি করা হচ্ছে। রেলের তরফে তেমনটাই জানানো হয়েছে। হাওড়া-নিউ জলপাইগুড়ি-হাওড়া বন্দে ভারত সাপ্তাহিক স্পেশাল-এর পরিষেবা উভয় দিকে আরও নয়টি ট্রিপের জন্য অব্যাহত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই পরিষেবা আগামী ৩১ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত চলবে। 

রেলের তরফে যা জানানো হয়েছে, ট্রেন নং. ০২৩০১/০২৩০২ হাওড়া-নিউ জলপাইগুড়ি-হাওড়া বন্দে ভারত স্পেশাল ট্রেনটি ০৬ ডিসেম্বর, ২০২৩ থেকে ৩১ জানুয়ারি, ২০২৪ পর্যন্ত নয়টি ট্রিপের জন্য প্রত্যেক বুধবারে চলবে। ট্রেন নং. ০২৩০১ হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত স্পেশাল সকাল ০৫:৫৫ মিনিটে  হাওড়া থেকে ছাড়বে এবং ওই  একই দিনে দুপুর ১.২৫টে নিউ জলপাইগুড়ি পৌঁছবে। ফেরার পথে  ট্রেন নং. ০২৩০২ নিউ জলপাইগুড়ি-হাওড়া বন্দে ভারত স্পেশাল দুপুর ৩টেয় নিউ জলপাইগুড়ি থেকে রওনা দিয়ে ওই দিনে রাত ১০.৩৫-এ হাওড়া পৌঁছবে।

 

Comments are closed.