শীত মানেই বেড়াতে যাওয়ার সেরা সময়। হালকা শীতের আমেজ গায়ে মেখে অনেকেই এসময়ে পাহাড়ে পাড়ি দিচ্ছেন। যে কারণে উত্তরবঙ্গগামী ট্রেনগুলোতে যাত্রীদের ব্যাপক ভিড় হচ্ছে। সেই ভিড় সামলাতে এবার হাওড়া-নিউ জলপাইগুড়ি স্পেশাল ট্রেনের সময়সীমা বৃদ্ধি করা হচ্ছে। রেলের তরফে তেমনটাই জানানো হয়েছে। হাওড়া-নিউ জলপাইগুড়ি-হাওড়া বন্দে ভারত সাপ্তাহিক স্পেশাল-এর পরিষেবা উভয় দিকে আরও নয়টি ট্রিপের জন্য অব্যাহত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই পরিষেবা আগামী ৩১ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত চলবে।
রেলের তরফে যা জানানো হয়েছে, ট্রেন নং. ০২৩০১/০২৩০২ হাওড়া-নিউ জলপাইগুড়ি-হাওড়া বন্দে ভারত স্পেশাল ট্রেনটি ০৬ ডিসেম্বর, ২০২৩ থেকে ৩১ জানুয়ারি, ২০২৪ পর্যন্ত নয়টি ট্রিপের জন্য প্রত্যেক বুধবারে চলবে। ট্রেন নং. ০২৩০১ হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত স্পেশাল সকাল ০৫:৫৫ মিনিটে হাওড়া থেকে ছাড়বে এবং ওই একই দিনে দুপুর ১.২৫টে নিউ জলপাইগুড়ি পৌঁছবে। ফেরার পথে ট্রেন নং. ০২৩০২ নিউ জলপাইগুড়ি-হাওড়া বন্দে ভারত স্পেশাল দুপুর ৩টেয় নিউ জলপাইগুড়ি থেকে রওনা দিয়ে ওই দিনে রাত ১০.৩৫-এ হাওড়া পৌঁছবে।
Comments are closed.