রবিবার আরও একটি বন্দে ভারত পাচ্ছে বাংলা; চলবে কোন রুটে? 

আগামী রবিবার আরও একটি বন্দে ভারত পাচ্ছে পশ্চিমবঙ্গ। রেল মন্ত্রক তরফে জানা গিয়েছে, রবিবার দেশজুড়ে মোট ৯টি বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যার মধ্যে একটি রয়েছে হাওড়া-পাটনা বন্দে ভারত। নতুন এই বন্দে ভারত এক্সপ্রেস আরও আধুনিক হতে চলেছে। যাত্রী স্বাচ্ছন্দ্য বাড়াতে একাধিক নতুন জিনিস যোগ করা হয়েছে ট্রেনটিতে। 

বর্তমানে রাজ্যে তিনটি বন্দে ভারত এক্সপ্রেস চলে। ট্রেনগুলো হল, হাওড়া-এনজেপি বন্দে ভারত, হাওড়া-পুরী বন্দে ভারত, এনজেপি-গুয়াহাটি বন্দে ভারত। হাওড়া-পাটনা বন্দে ভারত রাজ্যে চার নম্বর বন্দে ভারত ট্রেন হতে চলেছে। 

জানা গিয়েছে, নতুন বন্দে ভারত এক্সপ্রেস সিটগুলোকে আরও আরামদায়ক করা হয়েছে। সিট হেলানোর পদ্ধতি। সেই সঙ্গে সিটের রংয়েরও পরিবর্তন করা হয়েছে। খবরের কাগজ রাখার জায়গাও করা হয়েছে। সব মিলিয়ে নতুন ভাবে সাজিয়ে তোলা হচ্ছে হাওড়া-পাটনা বন্দে ভারত এক্সপ্রেসটি। 

Comments are closed.