মাত্র ৬ ঘন্টায় পৌঁছে যাওয়া যাবে বাঙালির সাধের পুরীতে। বর্তমানে হাওড়া পুরীর মধ্যে সব থেকে দ্রুততম ট্রেনটি হল পুরী শতাব্দী এক্সপ্রেস। এটি হাওড়া থেকে পুরী পৌঁছতে সময় নেয় ৭ ঘন্টা। বন্দে ভারতে করে আরও ১ ঘন্টা আগেই পৌঁছে যাবে। ইতিমধ্যেই হাওড়া থেকে পুরী প্রথম ট্রায়াল রান সফল হয়েছে। এখনও আরও দুটি ট্রায়াল রান হবে। তারপরেই যাত্রীদের জন্য খুলে যাবে সেমি হাইস্পিড ট্রেনের দরজা।
দক্ষিণপূর্ব রেল সূত্রে খবর, হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস প্রথমে সপ্তাহে তিন দিন চলবে। সোমবার শুক্রবার এবং শনিবার চলবে ট্রেনটি। প্রথমে কোন কোন স্টেশনে ট্রেন দাঁড়াবে তারও একটি তালিকা জানানো হয়েছে। হাওড়া থেকে ট্রেনটি ছেড়ে প্রথম স্টপেজ হবে খড়গপুর। এরপর থামবে ভদ্রক স্টেশনে এবং তারপরেই একেবারে পুরী। তবে রেল সূত্রে খবর, পরিস্থিতি বুঝে ভবিষৎ-এ স্টপজের সংখ্যা আরও কয়েকটি বাড়ানো হতে পারে।
উল্লেখ্য, ২৮ এপ্রিল বন্দে ভারতের প্রথম ট্রায়াল রান সম্পূর্ণ হয়েছে। হাওড়া থেকে সকাল ৬টা ১০ মিনিটের যাত্রা শুরু করে দুপুর ১২টা ৩৫ মিনিটে পুরীতে ট্রেনটি পৌঁছায়। ৫০০ কিমি পথ অতিক্রম করতে সময় নিয়েছে ৬ ঘন্টা। ফেরার পথে ট্রেনটি ১.৫০ মিনিটে যাত্রা শুরু করে রাত সাড়ে ৮টা নাগাদ হাওড়া এসে পৌঁছায়।
Comments are closed.