হাওড়া স্টেশনে ঢোকার মুখে অনেক সময় লোকাল ট্রেনগুলোকে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়। দূর পাল্লার ট্রেনগুলোকে জায়গা করে দিতেই লোকাল ট্রেনগুলোকে দাঁড় করিয়ে রাখা হয়। যা নিয়ে দীর্ঘদিন ধরেই যাত্রীদের অভিযোগ ছিল। সে কারণেই হাওড়া থেকে সাঁতরাগাছির মাঝে চতুর্থ লাইনের দাবি ছিল দীর্ঘ দিনের। অবশেষে রেলের তরফে পদক্ষেপ নেওয়া হচ্ছে। জানা গিয়েছে, হাওড়া থেকে টিকিয়াপাড়ার মাঝে বসতে চলেছে ফোর্থ লাইন। যার ফলে পূর্ব রেল এবং দক্ষিণ পূর্ব রেলের লোকাল ট্রেনগুলো যথা সময়ের মধ্যে হাওড়া স্টেশনে ঢুকতে পারবে।
রেলের এক কর্তার কথায়, দেশের অন্যতম ব্যস্ত স্টেশন হাওড়া। এখানে সব সময় ট্রেনের চাপ থাকে। যে কারণে অতিরিক্ত লাইন না থাকায় লোকাল ট্রেনগুলোর গন্তব্যে পৌঁছতে দেরি হয়। চতুর্থ লাইন পাতার কাজ শেষ হলে সেই সমস্যা অনেকটাই মিটবে বলে আশা করা হচ্ছে।
রেল সূত্রে খবর, আগামী বছর মার্চ মাসের মধ্যেই এই লাইন পাতার কাজ শেষ হবে। রেলের এই উদ্যোগে খুশি নিত্যযাত্রীরাও।
Comments are closed.