উচ্চমাধ্যমিকেও জেলার জয়জয়কার, প্রথম দশে ২৭২ জন, দেখুন তালিকা

মাধ্যমিকের মতন উচ্চমাধ্যমিকেও জেলার ছেলে-মেয়েদের জয়জয়কার। প্রথম ১০ জন স্থানাধিকারী মোট ২৭২ জন। সেই তালিকায় ছাত্রের সংখ্যা ১৪৪ জন। ছাত্রীদের সংখ্যা ১২৮ জন। এই বছর পাশের হার ৮৮.৪৪ শতাংশ। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কালিম্পং, দক্ষিণ ২৪ পরগনা সহ ৭টি জেলায় পাশের হার ৯০ শতাংশের বেশি।

প্রথম, দ্বিতীয় ও তৃতীয় জেলা থেকেই স্থান পেয়েছে। ৫০০ এর মধ্যে ৪৯৮ পেয়ে প্রথম হয়েছে দিনহাটার অদিশা দেবশর্মা। পশ্চিম মেদিনীপুরের সায়নদ্বীপ সামন্ত উচ্চমাধ্যমিকে দ্বিতীয় স্থান পেয়েছে। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ । ৪৯৬ পেয়ে তৃতীয় হয়েছে ৪ জন।

৪৯৫ নম্বর পেয়ে চতুর্থ হয়েছে ৮ জন। চতুর্থ স্থানাধিকারীদের মধ্যে তিনজনই পশ্চিম মেদিনীপুর জেলার। পঞ্চম হয়েছে মোট ১১ জন। তাঁদের প্রাপ্ত নম্বর ৪৯৪। এক নজরে দেখে নিন প্রথম দশের তালিকা।

প্রথম স্থানে ১ জন।
দ্বিতীয় স্থানে ১ জন।
তৃতীয় স্থানে ৪ জন।
চতুর্থ স্থানে ৮ জন।
পঞ্চম স্থানে ১১ জন।
ষষ্ঠ স্থানে ৩২ জন।
সপ্তম স্থানে ৩৭ জন।
অষ্টম স্থানে ৫৫ জন।
নবম স্থানে ৫৪ জন।
দশম স্থানে ৬৯ জন।
প্রথম দশে 272 জন।

তাঁদের মধ্যে ১৪৪ জন ছাত্র। ছাত্রী ১২৮ জন

 

Comments are closed.