২৪ মে উচ্চ মাধ্যমিকের ফল ঘোষণা। বেলা ১২টার মধ্যে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ। বেলা সাড়ে ১২টার সময় থেকে ওয়েবসাইটে রেজাল্ট দেখতে পারবেন পরীক্ষার্থীরা। ট্যুইট করে জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।ট্যুইটে শিক্ষামন্ত্রী উল্লেখ করেছেন, ২৪ মে সাড়ে বারোটা থেকে অনলাইনে রেজাল্ট জানা যাবে। তবে ৩১ মে স্কুল থেকে মার্কশিট এবং সার্টিফিকেট হাতে পাবেন পরীক্ষার্থীরা।
— Bratya Basu (@basu_bratya) May 15, 2023
এবারেই প্রথম মাধ্যমিকের থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল বেশি। এবারে পরীক্ষা দিয়েছে ৮ লক্ষ ৫২ হাজার। সেই সঙ্গে এবারেই প্রথম একটি প্রশ্নপত্র এবং একটি উত্তরপত্রে পরীক্ষা দিয়েছে পড়ুয়ারা। পরীক্ষা শেষের ৫৭ দিনের মাথায় এবার ফলপ্রকাশ করছে পর্ষদ। উল্লেখ্য, চলতি মাসের ১৯ মে মাধ্যমিকের ফলপ্রকাশ করবে পর্ষদ। আর তার ক’দিন পরেই উচ্চ মাধ্যমিকের রেজাল্ট।
Comments are closed.