বিপুল পরিমাণ মিড ডে মিলের চাল উদ্ধার হল ইসকন মন্দির থেকে। সরকারি প্রকল্পের চাল সরানোর অভিযোগ মন্দিরের পুরোহিতের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে অন্ধ্র প্রদেশের বিশাখাপত্তনমের সাগর নগর ইসকন মন্দিরে।
বিশাখাপত্তনমের সাগর নগরে মিড ডে মিলের চালের হিসেব পাওয়া যাচ্ছে না, সম্প্রতি এই অভিযোগ পাচ্ছিলেন সরকারি অফিসাররা। তারপরই চাল পাচার চক্রের খোঁজে তল্লাশি শুরু করেন ভিজিলেন্স ও এনফোর্সমেন্ট দফতরের অফিসাররা। গোপন সূত্রে খবর পেয়ে, সোমবার রাতে সাগরনগরের ইসকন মন্দিরে অভিযান চালানো হয়। চাল পাচারকারী একটি লরির মালিক ও তার এক সঙ্গীকে হাতেনাতে পাকড়াও করেন অফিসাররা। লরি মালিক ও তার সঙ্গী অফিসারদের জেরায় স্বীকার করে, ওই চাল মিড ডে মিলের প্রকল্পেরই। সরকারি চাল ইসকন মন্দির চত্বরেই মজুত করা হত। সেখান থেকে বিভিন্ন জায়গায় পাচার হয়ে যেত মিড ডে মিলের চাল। তদন্তকারী অফিসাররা জানিয়েছেন, প্রথমে গাড়ি থেকে ১১০ বস্তা চাল উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া প্রায় সাড়ে ৫ টন চালের বাজার মূল্য আনুমানিক ৫ লক্ষ ৯৪ হাজার টাকা। এরপর ইসকন মন্দিরেরই একটি গুদাম থেকে আরও ২৮৬ টি ছোট ছোট চালের প্যাকেট উদ্ধার করেন অফিসাররা। সব মিলিয়ে মোট ১৯.৮ টন ওজনের ৩৯৬ বস্তা চাল উদ্ধার হয়। এই ঘটনায় সন্দেহের তালিকায় সাগর নগর ইসকন মন্দিরের পুরোহিত শ্যামসুন্দর প্রিয়দাস। ঘটনার তদন্ত শুরু করেছে বিশাখাপত্তনম পুলিশ।
Comments are closed.