সম্প্রতি উত্তরবঙ্গ সফর সেরে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তার পরেই উত্তরবঙ্গ নিয়ে বড়সড় ঘোষণা করল রাজ্য সরকার। জানা গিয়েছে, উত্তরবঙ্গে বিভিন্ন শিল্পে প্রায় ১১ হাজার কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব এসেছে। মূলত, কৃষজাত শিল্প, ইন্ডাস্ট্রিয়াল পার্ক, টি ট্যুরিজম শিল্পে কয়েক হাজার কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব এসেছে। আর যাতে করে প্রচুর কর্মসংস্থান তৈরি হবে বলেও আশাবাদী রাজ্য।
জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর নির্দেশের পর সম্প্রতি উত্তরবঙ্গের ৮ জেলার প্রায় ৩৫০ শিল্পপতির সঙ্গে বৈঠক করেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। আর ওই বৈঠক থেকেই প্রায় ১১ হাজার কোটি টাকার খবর মিলেছে বলে জানা গিয়েছি। মুখ্যসচিব আরও জানিয়েছেন, আগামী ১-৩ এপ্রিল শিলিগুড়ি, কার্শিয়াং, দার্জিলিঙে জি-২০ সম্মেলনের পর্যটন নিয়ে আলোচনা সভা বসবে। দেশ-বিদেশ থেকে বড় বড় শিল্পপতি, উদ্যোগপতিরা ওই সম্মেলনে যোগ দেবেন। যা উত্তরবঙ্গের পর্যটিন শিল্পকেও প্রভাবিত করবে।
Comments are closed.