রাজ্যে আরও ৬০০ কোটির বিনিয়োগ আসছে। যাতে নতুন পাঁচটি শিল্পতালুক এবং ১৮টি নতুন শিল্প ইউনিট স্থাপন হবে। এর ফলে নতুন করে প্রায় ৪ হাজার কর্মসংস্থান তৈরি হবে। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠক শেষে এমনটাই জনিয়েছেন, রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য্য। তিনি এও জানান, ইতিমধ্যেই মন্ত্রিসভার বৈঠকে শিল্পতালুক এবং শিল্প ইউনিট সংক্রান্ত প্রস্তাব পাস হয়েছে।
মন্ত্রিসভার রদবদলের পর বৃহস্পতিবারই নতুন ক্যাবিনেটের বৈঠক বসেছিল। সেখানেই একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়, যার মধ্যে নতুন বিনিয়োগের বিষয়টিও উঠে আসে। এমনটাই জানা গিয়েছে।
বর্তমানে রাজ্যে মোট ৬৪টি শিল্পতালুক রয়েছে। আর শিল্পতালুক প্রস্তুতের জন্য আরও অনেকগুলো জমি খালি পড়ে রয়েছে বলে খবর। ওই খালি জমিতেই নতুন শিল্পতালুক গড়া হবে বলে খবর। তবে শিল্পতালুকগুলো কোথায় কোথায় গড়া হবে তা নিয়ে এখনও কিছু জানা যায়নি। যদিও ১৮ টি শিল্প ইউনিটের মধ্যে কয়েকটিকে পশ্চিমমেদিনীপুরে শিল্পতালুক, পানগর তালুক এবং নৈহাটির ঋষি বঙ্কিম শিল্পতালুকে জায়গা দেওয়া হয়েছে।
প্রসঙ্গত ক্ষুদ্র ও মাঝারি শিল্পে বিনিয়োগ টানতে একাধিক পদক্ষেপ নিয়েছে রাজ্য। সম্প্রতি শিল্পতালুকে জমি দেওয়া নেওয়াও বেশ কিছু ছাড়ের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। যার ফলে রাজ্যে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে বিনিয়োগ বাড়ছে বলেই মত অনেকের।
Comments are closed.