স্বাস্থ্যক্ষেত্রে আরও নিয়োগ বাড়তে চলছে। বুধবার সাংবাদিক বৈঠকে তেমনটাই ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি বলেন, চিকিৎসাক্ষেত্রে আরও ডাক্তার এবং স্বাস্থ্য কর্মীর প্রয়োজন রয়েছে। স্বাস্থ্য সচিবকে বলা হয়েছে আরও নিয়োগ বাড়াতে।
কোভিডের চতুর্থ ঢেউ নিয়ে এদিন নবান্নে মুখ্যসচিব, স্বাস্থ্য সচিব, রাজ্য পুলিশের ডিজি, কলকাতার মেয়র এবং পুর ও নগরউন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম, পঞ্চয়েতমন্ত্রী এবং অর্থ প্রতি-মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেই বৈঠক শেষেই এদিন সাংবাদিকদের মুখোমুখি হন মমতা ব্যানার্জি। কোভিড নিয়ে এদিন তিনি বলেন, রাজ্যে এখন করোনার প্রকোপ খুবই কম। তবুও সবাইকে মাস্ক ব্যবহারের অনুরোধ করব। সেই সঙ্গে ডেঙ্গু ও ম্যালেরিয়া রোধ নিয়েও বৈঠক হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানান।
বুধবার স্বাস্থ্যসাথী কার্ড নিয়েও ফের একবার কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী। বলেন, কোনও হাসপাতাল বা নার্সিংহোম স্বাস্থ্যসাথী কার্ড না নিলে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশপাশি ডেঙ্গু এবং ম্যালেরিয়া রোধ নিয়েও আলোচনা হয়েছে বলে জানান।
৮০০ টি ওষুধের দাম বাড়ানো নিয়ে কেন্দ্রকে এদিন আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী। পাশপাশি মূল্যবৃদ্ধি নিয়েও সরব হয়েছেন। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর ইঙ্গিতপূর্ণ মন্তব্য, “আজকাল সবকিছুর দাম বাড়ছে, শুধু সৌজনের মূল্য কমে যাচ্ছে” ।
Comments are closed.