চন্দননগরের সিপি পদ থেকে ইস্তফা হুমায়ুন কবীরের, এবার রাজনীতিতে, নতুন সিপি গৌরব শর্মা
রাজনীতিতে নামতে চলেছেন হুমায়ুন কবীর
বিধানসভা ভোটের মুখে ইস্তফা দিলেন চন্দননগরের পুলিশ কমিশনার হুমায়ুন কবীর। ব্যক্তিগত কারণেই এই ইস্তফা বলে জানিয়েছেন তিনি। চন্দন নগরের নতুন পুলিশ কমিশনার হবেন কলকাতা পুলিশের জয়েন্ট কমিশনার গৌরব শর্মা। ১ ফেব্র্রুয়ারি দায়িত্ব গ্রহণ করবেন গৌরব শর্মা।
চাকরি ছেড়ে ২০০৩ ব্যাচের আইপিএস হুমায়ুন কবীর রাজনীতিতে নামতে চলেছেন। সূত্রের খবর, আসন্ন বিধানসভা ভোটে দক্ষিণবঙ্গের একটি আসন থেকে তৃণমূলের হয়ে লড়তে চলেছেন তিনি।
Comments are closed.