সার্ভিস রিভলবার দিয়ে গুলি করে আত্মহত্যা মুম্বইয়ের আইপিএস অফিসার হিমাংশু রায়ের

সার্ভিস রিভালভার দিয়ে গুলি করে নিজের বাড়িতে আত্মহত্যা করলেন মুম্বই পুলিশের সন্ত্রাসদমন শাখার প্রাক্তন প্রধান হিমাংশু রায়। শুক্রবার দুপুর দেড়টা নাগাদ ঘটনাটি ঘটেছে। হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ পর্যন্ত বাঁচানো যায়নি তাঁকে। ঠিক কী কারণে তিনি আত্মহত্যা করলেন, সেই ব্যাপারেও বিশেষ কিছু জানা যায়নি। একাধিক গুরুত্বপূর্ণ মামলার তদন্ত তিনি অত্যন্ত পারদর্শীতার সঙ্গে সমাধান করেছিলেন। যার মধ্যে আইপিএল গড়াপেটা মামলা এবং লায়লা খান হত্যা মামলা অন্যতম। মুম্বই পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০১০ থেকে ২০১৪ সাল পর্যন্ত মুম্বই পুলিশের অপরাধ দমন শাখার জয়েন্ট কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন হিমাংশু। অপরাধ দমন শাখা থেকে তিনি পরবর্তী কালে সন্ত্রাসদমন শাখায় যোগ দিয়ে বান্দ্রায় আমেরিকান স্কুল বিস্ফোরণ চক্রান্তের তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ২০১৩ সালের আইপিএল স্পট-ফিক্সিং মামলার তদন্তে অন্যতম অভিযুক্ত বিন্দু দারা সিংকে গ্রেফতার করেছিলেন। দীর্ঘ ২০ বছরের কর্মজীবনে বাবরি মসজিদ পরবর্তী মুম্বই দাঙ্গার মতো স্পর্শকাতর ঘটনার তদন্তের কৃতিত্বও তাঁর ঝুঁলিতে রয়েছে। মুম্বই পুলিশের সাইবার সেল গঠিত হয় হিমাংশু রায়ের হাত ধরে। চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হিসেবে কাজে যোগ দিলেও পরবর্তীকালে আইপিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পুলিশ কেরিয়ার শুরু করেছিলেন হিমাংশু। জানা গিয়েছে, ১৯৮৮ ব্যাচের এই আইপিএস অফিসার বহুদিন ধরেই ক্যানসারে আক্রান্ত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.