চরম আর্থিক সংকট। মাসের পর মাস বন্ধ কর্মচারীদের বেতন। বন্ধ হয়ে গেল মুম্বইয়ের পাঁচতারা হোটেল হায়াত রিজেন্সি। চরম আর্থিক সংকটের জেরেই বন্ধ হল মুম্বইয়ের বিখ্যাত হোটেল। আর্থিক সংকট এতটাই যে, হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, কর্মীদের বেতন দেওয়ার মত টাকাও অবশিষ্ট নেই। পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত হোটেল বন্ধ থাকবে বলে জানিয়েছে হোটেল কর্তৃপক্ষ।
মুম্বই এয়ারপোর্টের কাছে হায়াত হোটেলের মালিকানা ওয়েস্ট এশিয়ান হোটেল লিমিটেডের। দিল্লি, মুম্বই, কলকাতা সহ গোটা বিশ্বেই হায়াত গ্রুপের হোটেল আছে।
সোমবার হোটেলের জেনারেল ম্যানেজার হরদীপ মারওয়া অভিযোগ করেছেন, হোটেল চালানোর জন্য কোনও টাকা আসছে না। কর্মীদের মাইনে দেওয়া সম্ভব হচ্ছে না। বাধ্য হয়ে সমস্ত কাজকর্ম বন্ধ রাখতে হয়েছে। পরবর্তী নোটিশ না আসা পর্যন্ত হোটেল বন্ধ থাকবে বলে জানিয়েছেন ম্যানেজার।
করোনা অতিমারির কারণে ২০২০ সাল থেকে দেশজুড়ে চরম সংকটের মধ্যে পর্যটন ও হোটেল ব্যবসা। করোনার দ্বিতীয় ঢেউ তাতে ইন্ধন জুগিয়েছে। তারই জের দেশের বাণিজ্যিক রাজধানী মুম্বইয়ে ঝাঁপ বন্ধ করতে বাধ্য হল হায়াত রিজেন্সির মতো আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন তারকাখচিত হোটেল।
Comments are closed.