মদ্যপানকারীদের উদ্দেশ্যে এবার বিস্ফোরক মন্তব্য করলেন বিহারের মুখ্যমন্ত্রী। সম্প্রতি ট্যুইটারে একটি ভিডিও-তে দেখা যায়, বিহারের বিধানসভা কক্ষে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলছেন, যাঁরা মদ খান, তাঁদের আমি ভারতীয় বলে করিনা, এঁরা মহাপাপী।
২০১৬ বিহারে মদ নিষিদ্ধ করছে নীতিশ কুমারের সরকার। মদ বিক্রি বন্ধের পাশাপাশি মদ্যপানও বিহারে শাস্তি যোগ্য অপরাধ। হাতে নাতে ধরা পড়লে হাজতবাস। তবে এত কড়াকড়ির মধ্যেও সম্প্রতি বিহারে বিষ মদ খেয়ে বহু মানুষ প্রাণ হারিয়েছেন। যা নিয়ে শোরগোল শুরু হয়েছে বিহারের রাজনীতিতে। বিরোধীদের কটাক্ষ, বিহার সরকার খাতায় কলমে মদ নিষিদ্ধ করলেও বাস্তবে তা কার্যকর হয়নি। আর এনিয়েই এদিন পাল্টা বিবৃতি রাখতে গিয়ে মদ্যপানকারীদেরই একহাত নিয়েছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী।
शराब पीने वाले @NitishKumar के अनुसार हिंदुस्तानी नहीं और वो महापापी और महाअयोग्य और उनके लिए कोई सहानुभूति नहीं @ndtvindia @Anurag_Dwary pic.twitter.com/bfTB4YU28w
— manish (@manishndtv) March 31, 2022
তিনি বলেন, স্বয়ং মহাত্মা গান্ধী মদ্যপানের বিরোধিতা করতেন। এরা বাপুকেও মানে না। এরা মহাপাপী, এদের আমি ভারতীয় বলেই মনে করিনা। সেই সঙ্গে তিনি সাফ জানিয়ে দেন, বিষ মদ পান করে যাদের মৃত্যু হয়েছে, তাদের কোনও দায়িত্ব সরকার নেবে না। তাঁর কথায়, বিহারে মদ নিষিদ্ধ। মদ্যপান করা স্বাস্থ্যের জন্যও ভালো না। এসব কিছু জেনেও যদি কেউ মদ খেয়ে মারা যান, তার দায় সরকারের নয়। মুখ্যমন্ত্রীর আরও দাবি, বিহারে মদ নিষিদ্ধি হওয়ার পর শাক-সব্জির বিক্রি বেড়েছে। কারণ, বাড়ির পুরুষেরা যে টাকা দিয়ে মদ খেত, এখন সেই টাকায় শাক-সব্জি কেনে।
Comments are closed.