বিনামূল্যে রাজ্যবাসীকে টিকা দিতে চাই, প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

রাজ্যের প্রতিটি নাগরিককে বিনামূল্যে ভ্যাকসিন দিতে চায় রাজ্য সরকার। ভ্যাকসিন ছাড়া ভোট সম্ভব নয়। এই মর্মে কেন্দ্রের অনুমতি চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
ভ্যাকসিন নির্মাতাদের কাছ থেকে সরাসরি ভ্যাকসিন কিনতে চায় রাজ্য। চিঠিতে প্রধানমন্ত্রীর কাছে তার অনুমতি চেয়েছেন মুখ্যমন্ত্রী।

[আরও পড়ুন- ঘরে ঢুকে আমার বাড়ির বউকে কয়লা চোর বলছেন! আপনার লজ্জা করে না? CBI ইস্যুতে মোদীকে তোপ মমতার]

এর আগেও মমতা জানিয়েছিলেন, নিখরচায় রাজ্যবাসীকে ভ্যাকসিন দেওয়া হবে। মমতা জানিয়েছিলেন, ভ্যাকসিন বাজারে এলে রাজ্যের সমস্ত মানুষের কাছে বিনামূল্যে তা পৌঁছে দেওয়া হবে।
করোনা পর্বের শুরু থেকেই মুখ্যমন্ত্রী বলে আসছেন, প্রতিটি রাজ্যবাসীকে বিনামূল্যে টিকা দেওয়া হবে। এবার সেই লক্ষ্যেই প্রধানমন্ত্রীকে চিঠি লিখে অনুমতি চাইলেন মমতা।

 

Comments are closed.