কোভিড পরীক্ষা সহজলভ্য হলেও উদ্বেগ বাড়িয়েছে করোনার নতুন রূপ ওমিক্রন। কেউ ওমিক্রন আক্রান্ত কিনা তা জানতে এতদিন মার্কিন সংস্থা থার্মো ফিশারের টেস্ট কিট ব্যবহার করা হত গোটা দেশে। যদিও এই কিট ব্যবহার অত্যন্ত খরচ সাপেক্ষ। তবে ICMR-এর ঘোষণায় সেই সমস্যা থেকে মুক্তি মিলবে। এবার কম খরচেই ওমিক্রন টেস্ট করা যাবে। মঙ্গলবার এমনটাই ঘোষণা করেছে আইসিএমআর।
টাটা ম্যাডিক্যাল ও ডায়গোনেস্টিক সেন্টারের তৈরি ওমিক্রন টেস্ট কিটকে অনুমোদন দিয়েছে আইসিএমআর। ওমিশিওর নামে ওই টেস্ট কিটটি ব্যবহার করে খুব সহজেই জানা যাবে কেউ ওমিক্রন আক্রান্ত কিনা। দেশীয় কোম্পানির তৈরি এই কিট ব্যবহার করে খুব অল্প খরচেই পরীক্ষা করা যাবে।
উল্লেখ করোনার তৃতীয় ঢেউয়ের মাঝেই চোখ রাঙাচ্ছে ওমিক্রন। ইতিমধ্যেই দেশে মোট সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ১৮৯২। সংক্রমণের নিরিখে রাজ্যগুলির মধ্যে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। এখনও পর্যন্ত সে রাজ্যে ৫৬৮ জন আক্রান্ত। এর পরেই দ্বিতীয় স্থানে রয়েছে দিল্লি। আক্রান্তের সংখ্যা ৩৮২ জন। কেরালা, গুজরাট, তামিলনাড়ু, রাজস্থানেও আক্রান্তের সংখ্যা অত্যন্ত উদ্বেগজনক। এই পরিস্থিতি বাজারে নতুন কিট আসায় খুব সহজেই টেস্ট করিয়ে চিকিৎসা শুরু করতে পারবেন আক্রান্তরা।
Comments are closed.