২০২২ উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন। আর ইউপি জয়ের লক্ষ্যে একের পর এক বড় ঘোষণা করছে কংগ্রেস। মঙ্গলবারই দলের সাধারণ সম্পাদক তথা উত্তরপ্রদেশের দায়িত্বে থাকা প্রিয়ঙ্কা গান্ধী ঘোষণা করেছিলেন, ৪০% আসনে মহিলা প্রার্থী দেবে কংগ্রেস। আর এদিন তিনি জানান, উত্তরপ্রদেশে জিতলে রাজ্যের ছাত্রীদের স্মার্টফোন এবং স্কুটার দেবে সরকার। প্রিয়াঙ্কা ট্যুইটে লেখেন, রাজ্যে কংগ্রেস সরকার তৈরি করলে বারো ক্লাস পাস সব ছাত্রীকে স্মার্টফোন এবং গ্রাজুয়েট হলেই মিলবে ইলেকট্রিক স্কুটি।
৪০৩ আসনের উত্তরপ্রদেশ বিধানসভায় মহিলা ভোটারের সংখ্যা ৪২%। সেদিক থেকে মহিলা ভোট উত্তরপ্রদেশের ক্ষেত্রে নির্ণায়ক শক্তি হয়ে উঠবে। আর এই দিকটা লক্ষ্য রেখেই একতরফা মহিলা ভোট থাবা বসাতে ঝাঁপিয়েছে কংগ্রেস, পর্যবেক্ষকদের একাংশ এমনটাই মনে করছেন।
শুধু বিধানসভায় জয়ই নয়, দিল্লি দখলের ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ উত্তরপ্রদেশ। রাজনৈতিক কারবারীদের একাংশের মতে, ২০২২ কংগ্রেস উত্তরপ্রদেশে সরকার গড়তে সক্ষম হলে ২০২৪ লোকসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে কয়েককদম এগিয়ে যাবে হাত শিবির।
এদিন প্রিয়ঙ্কা বলেন, কয়েকজন ছাত্রীর সঙ্গে কথা হচ্ছিল। ওরাই বলে পড়াশোনা এবং নিরপত্তা দুই ক্ষেত্রেই স্মার্টফোন এখন জরুরি। আমি উত্তরপ্রদেশ কংগ্রেসের ইস্তাহার কমিটির অনুমতি নিয়ে এই সিদ্ধান্ত নিয়েছি।
Comments are closed.