করোনা সংক্রমিতদের পাশে থাকুন। প্রয়োজনে রোগীর বাড়িতে পৌঁছে দিন খাবার। দলের কর্মীদের এমনই নির্দেশ দিল তৃণমূল শীর্ষ নেতৃত্ব। সূত্রের খবর, বলা হয়েছে, নিজের এলাকায় কেউ অসুস্থ হলে বা করোনা পজিটিভ হলে খবর রাখতে। প্রশাসনের অনুমতি নিয়ে সেফ হোম চালুও করা যেতে পারে বলে জানানো হয়েছে। এলাকায় বয়স্কদের ভিড় বাজারে যেতে দেখলে বাড়ি পাঠিয়ে দিতে বলা হয়েছে। তাঁদের দেখভালের জন্য চিকিৎসকদের সঙ্গে কথা বলে উপযুক্ত সাহায্যের করার কথা বলা হয়েছে নির্দেশিকায়।
এছাড়াও ভোটের প্রচারের ক্ষেত্রেও একগুচ্ছ নির্দেশিকা জারি করা হয়েছে। বলে হয়েছে, মাস্ক, স্যানিটাইজার বিলি করতে। যে সব জেলায় পুরভোট আছে, সেখানে কোভিড বিধি মেনে প্রচার করতে হবে। সেরকম হলের ডিজিটাল প্রচারে জোর দেওয়ার কথা বলা হয়েছে। ভোটের প্রচার ছাড়াও এলাকার বাজার বা জনবহুল এলাকায় মাস্ক বিলি করার কথা বলা হয়েছে। পরিযায়ী শ্রমিকদের একটা হিসেব তৈরি করে প্রয়োজনে খাবার এবং অন্যান্য সামগ্রী দিয়ে পাশে থাকার কথাও বলা হয়েছে।
Comments are closed.