দেড় মিনিটের ব্যবধানে মেট্রো চালানোর ভাবনা। উত্তর-দক্ষিণ মেট্রোর সিগন্যালিং সিস্টেম বদলে যাবে। এরফলে কম সময়ের ব্যবধানে মেট্রো চালানো যাবে বলে সূত্রের খবর। এইসব মেট্রো স্টেশনে বিনামূল্যে ওয়াই-ফাই পরিষেবা পাওয়া যাবে বলেও জানা গিয়েছে।
মেট্রোতে কমিউনিকেশন বেসড ট্রেন কন্ট্রোল সিস্টেম (সিবিটিসি) চালু হয়েছে।
এরফলে ৯০ সেকেন্ড অন্তর একটির পিছনে আরেকটি মেট্রো ট্রেন ছুটবে। একই দূরত্বে দুটি ট্রেন ছুটবে। কিন্তু কোনও দুর্ঘটনা ঘটবে না।
উল্লেখ্য, ইস্ট-ওয়েস্ট মেট্রোতে কম সময়ের ব্যবধানে ট্রেন চালানো হয়। কমিউনিকেশন বেসড ট্রেন কন্ট্রোল সিস্টেম (সিবিটিসি) বসানোর রয়েছে সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ পর্যন্ত মেট্রো রুটে। মেট্রোর সূত্রে খবর, ইস্ট-ওয়েস্ট মেট্রোতে সব রুট চালু হয়ে গেলে যাত্রী সংখ্যা বেড়ে যাবে। ফলে দুই মেট্রোর ব্যবধান কমাতে হবে। তাই কমিউনিকেশন বেসড ট্রেন কন্ট্রোল সিস্টেম (সিবিটিসি) চালু করার কথা ভাবা হচ্ছে। একে ব্যস্ত সময়ে পাঁচ মিনিট অন্তর চলে মেট্রো। অন্য সময়ে ৬ থেকে ১০ মিনিট অন্তর চলে মেট্রো।
মেট্রো রেলের জেনারেল ম্যানেজার অরুণ আরোরা জানান, শীঘ্রই মেট্রো স্টেশনে ওয়াইফাইয়ের পরিষেবা পাবেন যাত্রীরা। এছাড়াও জোকা-তারাতলা মেট্রো প্রসঙ্গে তিনি বলেন, ১০ তারিখের মধ্যে সবদিক থেকে প্রস্তুত হয়ে গেলে চালু হবে মেট্রো। তবে নিউ গড়িয়া-রুবি রুটের মেট্রো চালু নিয়ে এখনও দিনক্ষণ ঠিক হয়নি বলে জানিয়েছেন তিনি।
Comments are closed.