শারীরিক অবস্থার অবনতি লতা মঙ্গেশকরের। ভেন্টিলেশনে রাখা হয়েছে তাঁকে। আইসিইউতেই রয়েছেন তিনি। তিনি চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন।
শনিবার হাসপাতাল কর্তৃপক্ষের তরফে একটি বিবৃতি দিয়ের একথা জানানো হয়েছে। কিছু দিন আগে করোনা সংক্রমিত হয়েছিলেন সুর সম্রাজ্ঞী। ১১ জানুয়ারি মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হন লতা মঙ্গেশকর।
করোনার মৃদু উপসর্গ থাকলেও নিউমোনিয়ার কারণে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। আইসিইউতে রাখতে হয় গায়িকাকে।
বেশ কিছু দিন আগে হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় লতার শারীরিক পরিস্থিতি নিয়ে গুজব ছড়ায়। গায়িকার পরিবারের তরফে কোনও ভুয়ো খবর যেন ছড়ানো না হয় সেইজন্য অনুরোধ করা হয়।
Comments are closed.