২০১৬ সালে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের নোট বাতিলের সিদ্ধান্ত বৈধ। জানিয়ে দিল দেশের শীর্ষ আদালত। সোমবার সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, কোন পরিস্থিতিতে কেন্দ্র এই সিদ্ধান্ত নিয়েছে, তা বিবেচনা করে সিদ্ধান্তকে বদল করা যাবে না।
২০১৬ সালে ১ হাজার ও ৫০০ টাকার নোট রাতারাতি বাতিল করা হয়েছিল। সেই সিদ্ধান্তের বিরোধিতা করে একাধিক জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল সুপ্রিম কোর্টে। সেই মামলার পরিপ্রেক্ষিতে এই রায় দিল সুপ্রিম কোর্ট। আবেদনকারীদের দাবি ছিল, কেন্দ্র সরকার সঠিক পরিকল্পনা করে এই সিদ্ধান্ত নেয়নি। তাই অবিলম্বে এই সিদ্ধান্ত বাতিল করা উচিত। পুরনো নোট বদল করার জন্য ৫২ দিন সময় দেওয়া হয়েছিল। সেই সিদ্ধান্তের বিরোধিতা করা হয়েছিল। কিন্তু সুপ্রিম কোর্ট এদিন জানিয়ে দেয়, নোট বাতিলের জন্য সঠিক সময় দেওয়া হয়েছিল। সুপ্রিম কোর্টের তরফে আরও জানানো হয়, নোট বাতিলের আগে কেন্দ্রীয় সরকার এবং আরবিআইয়ের মধ্যে এই নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছিল। এই সিদ্ধান্ত নেওয়ার পিছনে যুক্তিসঙ্গত কারণ ছিল বলে জানানো হয়।
সুপ্রিম কোর্টের বিচারপতি এস এ নজিরের ৫ সদস্যের নেতৃত্বাধীন বেঞ্চ এদিন নরেন্দ্র মোদী সরকারের নোট বাতিলের সিদ্ধান্তে সিলমোহর দেয়। এস এ নজির ছাড়াও ৫ বিচারপতির মধ্যে রয়েছেন, বিচারপতি বি আর গবাই, বিচারপতি এ. এস বোপান্না, বিচারপতি রামা সুব্রহ্মণ্যম এবং বিচারপতি বি.বি নাগরত্না। এঁদের মধ্যে বিচারপতি বি.বি নাগরত্না নোটবাতিলের সিদ্ধান্ত সঠিক নয় বলে মত দিয়েছেন। তাঁর মতে, নোটবন্দির সিদ্ধান্ত আরবিআই-এর নেওয়া উচিত। সরকারের এবিষয়ে পরামর্শ দেওয়া উচিত ছিল না।
Comments are closed.