দেশে ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণের সংখ্যা ২ হাজার পার, একদিনে মৃত্যু ৭ জনের

উদ্বেগ বাড়িয়ে ক্রমশ বেড়ে চলেছে করোনা সংক্রমণের সংখ্যা। দেশে একদিনে করোনা সংক্রমণের সংখ্যা ২ হাজার পেরিয়ে গিয়েছে। যা ৫ মাসে সর্বাধিক। গত ২৪ ঘন্টায় বেড়েছে মৃতের সংখ্যাও। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ২ হাজার ১৫১ জন। একদিনে মৃত্যু হয়েছে ৭ জনের। কেরলা ও মহারাষ্ট্রে ৩ জন করে ও কর্ণাটকে ১ জনের মৃত্যু হয়েছে। এরফলে এখনও পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫ লক্ষ ৩০ হাজার ৮৪৮ জন।

 

দেশে মোট সংক্রমণের সংখ্যা ৪ কোটি ৪৭ লক্ষ ৯ হাজার ৬৭৬ জন। স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী দৈনিক পজিটিভিটি রেট ১.৫১। তবে সুস্থতার হার বেড়েছে। এখনও পর্যন্ত ৯৭.৭৮ শতাংশ মানুষ করোনাকে জয় করে বাড়ি ফিরেছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ কোটি ৪১ লক্ষ ৬৬ হাজার ৯২৫ জন।

 

তবে নতুন করে করোনা সংক্রমণ বাড়লেও, আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই বলে আশ্বস্ত করেছে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের কোভিড টাস্ক ফোর্স। সতর্ক থাকার বার্তা দেওয়া হয়েছে। কিন্তু বারবার মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করার কথা বলা হয়েছে।

Comments are closed.