বাংলাদেশ সফরে হরিচাঁদ ঠাকুরের জন্মস্থানে যাবেন মোদী, বিতর্ক
বাংলায় মতুয়া ভোটারের সংখ্যা প্রায় আড়াই কোটি
প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরে গিয়ে ২৭ মার্চ যেতে পারেন মতুয়া ধর্মের প্রবর্তক হরিচাঁদ ঠাকুরের জন্মস্থানে। হাতে গোনা আর কয়েকটা দিন, তারপরেই শুরু বাংলার হাইভোল্টেজ বিধানসভা ভোট। বাংলায় মতুয়া ভোটারের সংখ্যা প্রায় আড়াই কোটি। মতুয়াদের মন পেতে প্রধানমন্ত্রীর সফর সূচীতে হরিচাঁদ ঠাকুরের জন্মস্থান ওড়াকান্দি, মত রাজনৈতিক মহলের একাংশের। প্রধানমন্ত্রীর এই সফর নিয়ে তৃণমূলের কটাক্ষ, সরে আসা মতুয়াদের পাশে পাওয়ার চেষ্টা বিজেপির।
সূত্রের খবর বাংলাদেশ প্রশাসনের মোদীর ওড়াকান্দির সফর সূচিতে আপত্তি জানিয়েছিল। ওড়াকান্দিতে নরেন্দ্র মোদীর মত গুরুত্বপূর্ণ একজন অতিথির যাওয়ার প্রয়োজনীয় পরিকাঠামো নেই। তবে শেষ পর্যন্ত বিদেশমন্ত্রকের অনুরোধে প্রধানমন্ত্রীর সফর সূচিতে ওড়াকান্দি রাখা হয়েছে। জানা যাচ্ছে হরিচাঁদ ঠাকুরের জন্মস্থানে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত থাকতে পারেন বনগাঁর বিজেপি সাংসদ শান্তুনু ঠাকুর।
[আরও পড়ুন- প্রথম দফার ভোটের আগেই রাজ্যে অমিত শাহ, রবিবার খড়গপুরে রোড শো]
একুশের ভোটের আগে ঠাকুরনগরে বিজেপির শীর্ষ নেতৃত্ব ঘনঘন আসছেন। মতুয়াদের বিজেপি নয়া নাগরিকত্ব আইনের মাধ্যমে নাগরিকত্ব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। ২০১৯ লোকসভা নির্বাচনে মতুয়া ভোট ছিল বিজেপির পক্ষে। এখনও নাগরিকত্ব আইন কার্যকরী না হওয়ায় ক্ষুব্ধ মতুয়াদের একাংশ। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঠাকুরনগরে এসে ঘোষণা করেছেন, টীকাকরণ শেষ হলেই নাগরিকত্ব দেওয়ার কাজ শুরু হবে। এই পরিস্থিতিতে মতুয়া ভোটকে যে বিশেষ গুরুত্ব দিচ্ছে গেরুয়া শিবির তা মোদীর বাংলাদেশ সফর সূচিতে ফের একবার স্পষ্ট, মত রাজনৈতিক মহলের একাংশের।
Comments are closed.