শুধু বাংলাতেই রয়েছে প্রায় ৫০০ প্রজাতির; পাখি-বৈচিত্রে বিশ্ব দরবারে নজির ভারতেরও 

গ্রেট ব্যাকইয়ার্ড বার্ড কাউন্ড বা GBBC সমীক্ষা। সম্প্রতি দেশের সবকটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে এই অভিনব সমীক্ষা চালানো হয়েছিল। যার মূল লক্ষ্য রাজ্যগুলিতে পাখির প্রজাতির সংখ্যা খুঁজে বের করা। আর তাতেই চমকপ্রদ তথ্য উঠে এসেছে। পাখির প্রজাতির নিরিখে সারা ভারতে প্রথম স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। সমীক্ষায় দেখা গিয়েছে, শুধু বাংলাতেই ৪৯৩টি প্রজাতির পাখি পাওয়া গিয়েছে। 

হরেকরকম প্রজাতির পাখির আশ্রয়স্থলের ক্ষেত্রে সারা বিশ্বে ভারতবর্ষও তৃতীয় স্থানে রয়েছে। সমীক্ষায় দেখা গিয়েছে ভারতে মোট ১০৬৮ প্রজাতির পাখি রয়েছে। পাখি প্রজাতি বৈচিত্রের নিরিখে ভারতের আগে রয়েছে কলম্বিয়া এবং ইকুয়েডর। 

এদিকে ভারতে রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গের পর দ্বিতীয় স্থানে রয়েছে, উত্তরাখণ্ড এবং অরুণাচল। উত্তরাখণ্ড-এ মোট ৪২৭ প্রজাতির পাখি পাওয়া যায়। অন্যদিকে অরুণাচলে রয়েছে ৪০৭ প্রজাতির পাখি। এছাড়াও চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ স্থানে রয়েছে অসম, কর্ণাটক, গুজরাট। সমীক্ষায় দেখা গিয়েছে অসমে ৩৯৭ প্রজাতির, কর্ণাটকে ৩৭৩ প্রজাতির এবং গুজরাটে ৩৬২ প্রজাতির পাখি পাওয়া যায়। 

GBBC সমীক্ষায় আরও একটি চমকপ্রদ তথ্য উঠে এসেছে। রাজ্যের জেলাগুলোর মধ্যেও পাখির প্রজাতি বৈচিত্র নিয়ে সমীক্ষা চালানো হয়েছে। যাতে দেখা গিয়েছে পশ্চিমবঙ্গের দার্জিলিং-এ সবথেকে বেশি প্রজাতির পাখি দেখতে পাওয়া যায়। প্রায় ৫০০ প্রজাতির পাখির মধ্যে শুধু দার্জিলিং-এ ২০৩ প্রজাতির পাখি পাওয়া যায়। 

Comments are closed.