“দো বুন্দ জিন্দেগি” র বদলে স্যানিটাইজারের ফোঁটা… অসুস্থ ১২ শিশু
ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি এবং কাজের গাফিলতির জন্য ওই স্বাস্থ্য কেন্দ্রের এক কর্মী, চিকিৎসক এবং আশাকর্মীকে সাময়িক বরখাস্ত করা হবে বলে জানিয়েছেন পঞ্চায়েত প্রধান।
সোমবার মহারাষ্ট্রের যাবতমাল জেলার একটি পোলিও কেন্দ্রে ঘটে যায় বিভীষিকাময় ঘটনা। প্রতিবারের মতো স্বাস্থ্যকেন্দ্রে পোলিও খাওয়ানো চলছিল। কিন্তু হঠাৎই পোলিওর পরিবর্তে মুখে পড়ল স্যানিটাইজারের ফোঁটা।
জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এই মুহূর্তে ১২ জন শিশু অসুস্থ হয়ে ভর্তি হাসপাতালে এবং তাদের প্রত্যেকেরই বয়স পাঁচ বছরের মধ্যে। তবে হাসপাতাল থেকে জানানো হয়েছে, বর্তমানে তারা সঙ্কটমুক্ত অবস্থায় আছে।
সাধারণ জনগণ জানিয়েছে, ঘটঙ্গি তহসিলের ভাম্বোরা স্বাস্থ্যকেন্দ্রের প্রত্যেকবারের মতই পোলিও খাওয়ানো হচ্ছিল। তারই মধ্যে অসাবধানতায় ঘটে যায় এমন ঘটনা। দুপুর ২টো নাগাদ হঠাৎই স্বাস্থ্য কেন্দ্রের কর্মীরা তাদের ভুল বুঝতে পারেন তড়িঘড়ি করে ওই ১২ জন শিশুকে ফের পোলিও খাওয়ায়। এরপর বিষয়টি গ্রাম পঞ্চায়েত প্রধান জানতে পারে এবং ওই ১২ জন শিশুকে সরকারি হাসপাতালে ভর্তি করেন।
ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি এবং কাজের গাফিলতির জন্য ওই স্বাস্থ্য কেন্দ্রের এক কর্মী, চিকিৎসক এবং আশাকর্মীকে সাময়িক বরখাস্ত করা হবে বলে জানিয়েছেন পঞ্চায়েত প্রধান।
গত ৩০শে জানুয়ারি রাষ্ট্রপতি ভবনের ছোট শিশুদের পোলিও খাওয়ানোর মধ্যে দিয়ে ২০২১ এর পোলিও কর্মসূচি অভিযান শুরু করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
Comments are closed.