দাম কমলো বিমানের তেলের। একলাফে ১২ শতাংশ দাম কমেছে এয়ার টারবাইন ফুয়েলের। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের তরফ থেকে এক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, ১২ শতাংশ দাম কমছে বিমান জ্বালানির। আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম কমার জন্যই এই দাম কমলো বলেই মনে করা হচ্ছে। এতে বিমান ভাড়াও কম হবে আশা করা যাচ্ছে। স্বস্তি পাবেন বিমান যাত্রীরা।
এই বছর এই নিয়ে তৃতীয়বার দাম কমলো এয়ার টারবাইন ফুয়েলের। ১৭ জুলাই বিমান যাত্রীদের স্বস্তি দিয়ে দাম কমেছিল বিমান জ্বালানির। দাম কমেছিল ২.২ শতাংশ। জুন মাসেও ১.৩ শতাংশ দাম কমেছিল বিমান জ্বালানির।
অন্যদিকে এদিন কমেছে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের। ৩৬ টাকা দাম কমেছে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের। টানা ৩ মাস দাম কমেছে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের। কিন্তু দাম কমেনি রান্নার গ্যাস সিলিন্ডারের।
Comments are closed.