দ্বিতীয় বার ময়নাতদন্তের জন্য আনিসের দেহ তোলার প্রক্রিয়া শুরু করল সিট। জানা গিয়েছে, এসএসকেএম-এ দেহ নিয়ে যাওয়া হবে। সেখানে পরিবারের লোকজন ও সংশ্লিষ্ট আধিকারিকদের উপস্থিতিতে আনিসের দেহের ময়না তদন্ত শুরু হবে।
দ্বিতীয় বারের ময়নাতদন্তের জন্য আনিসের দেহ তোলা নিয়ে সোমবারও জটিলতা শুরু হয়। সিটের সদস্য ছাড়াও এদিন হাওড়ার বিএমওএইচ এবং এগজিকিউটিভ ম্যাজিস্ট্রেটও ছিলেন প্রতিনিধি দলে। তদন্তকারী দল আনিসের বাবার সঙ্গে কথা বলতে গেলে তিনি জানান, জেলা জজের উপস্থিতি ছাড়া তাঁরা দেহ তুলতে দেবেন না। বেশ কিছুক্ষণ এই নিয়ে টানাপোড়েন চলতে থাকে। অবশেষে জেলা জজ এলে কবর থেকে দেহ তোলার প্রস্তুতি শুরু হয়।
উল্লেখ এর আগে কলকাতা হাইকোর্ট দ্বিতীয় বার আনিসের দেহ ময়নাতদন্তের নির্দেশ দেয় সিটকে। সেই মতো গত শুক্রবার সিট আনিসের পরিবারকে জানায়, তাঁরা শুক্রবার যাবে ময়নাতদন্তের জন্য দেহ সংগ্রহ করতে। কিন্তু শনিবার গ্রামে পৌঁছলে সিট-কে গ্রামবাসীদের প্রবল বিক্ষোভের মুখে পড়তে হয়। অবশেষে দেহ না নিয়েই তারা ফিরে আসে।
Comments are closed.