গ্রুপ ডি নিয়োগ মামলায় হাইকোর্টে স্বস্তিতে রাজ্য সরকার। সিঙ্গেল বেঞ্চের সিবিআই অনুসন্ধানের রায়ে প্রথমে স্থগিতাদেশ দিয়েছিল ডিভিশন বেঞ্চ। আর সোমবার সিঙ্গেল বেঞ্চের রায়কে খারিজ করল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।
রাজ্যের আবেদনকে মান্যতা দিয়ে এদিন ডিভিশন বেঞ্চ জানিয়েছে, একজন অবসর প্রাপ্ত বিচারপতির নেতৃত্বেই বিশেষ দল গঠন করে এই মামলার তদন্ত করতে হবে।
প্যানেলের মেয়াদ পেরিয়ে যাওয়ার পরও এসএসসি গ্রুপ ডি’তে কর্মী নিয়োগ হয়েছে, এই অভিযোগে কলকাতা হাইকোর্টে একটি মামলা দায়ের হয়। এই মামলায় সিবিআই অনুসন্ধানের নির্দেশ দিয়েছিল বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির সিঙ্গেল বেঞ্চ। জাস্টিস গাঙ্গুলির নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য। প্রথম শুনানিতে সিবিআই অনুসন্ধানের উপর স্থগিতাদেশ দেয় ডিভিশন বেঞ্চ। আর এদিন একক বেঞ্চের রায়কে সম্পূর্ণ খারিজ করে, অবসর প্রাপ্ত বিচারপতির নেতৃত্বে বিশেষ টিম তৈরি করে তদন্তের নির্দেশ দিল ডিভিশন বেঞ্চ।
জানা গিয়েছে, আদালতের তৈরি কমিটির মাথায় রয়েছেন প্রাক্তন বিচারপতি রঞ্জিতকুমার বাগ। এছাড়াও কমিটিতে থাকছেন স্কুল সার্ভিস কমিশনের আশুতোষ ঘোষ, মধ্যশিক্ষা পর্ষদের সহ-সচিব(প্রশাসন) পারমিতা রায় এবং হাই কোর্টের আইনজীবী অরুণাভ ব্যানার্জি। দু’মাসের মধ্যে তদন্ত শেষ করে কমিটিকে রিপোর্ট জমা দিতে বলছে কোর্ট।
Comments are closed.