আগামী পাঁচ বছরে ৬০ লক্ষ নতুন কর্মসংস্থান হবে দেশে। বুধবার বাজেটে ঘোষণা অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের। এদিন ক্ষুদ্র ও মাঝারি প্রকল্পের জন্য ২ লক্ষ কোটি টাকা বাড়তি বরাদ্দ করা হয়েছে বলে জানান অর্থমন্ত্রী।
অতিমারিকালে দেশের অনেকের চাকরি চলে গেছে। অনেক সংস্থা নতুন করে কর্মী নিয়োগ করতে ভয় পাচ্ছেন। এই অবস্থায় এদিন অর্থমন্ত্রী ঘোষণা করেন, অতিমারি পরিস্থিতিতে বিনিয়োগ বাড়াচ্ছে দেশ। পর্যটন, রেল সহ একাধিক পরিষেবা আরও উন্নত করা হয়েছে। আইটি এবং অ্যানিমেশনের ক্ষেত্রে দেশ নতুন দিশা পাবে। দেশের বিভিন্ন জায়গায় আইটি হাব তৈরি হবে। আর নামী বিশ্ববিদ্যালয়গুলি আইটি হাব তৈরি করবে। সব মিলিয়ে আগামী পাঁচ বছরে এই সব ক্ষেত্রে এবং আরও অন্যান্য ক্ষেত্রে ৬০ লক্ষ নতুন কর্মসংস্থান তৈরি হবে।
জাতীয় সড়ক বাড়ছে ২৫ হাজার কিলোমিটার বলে ঘোষণা করেন সীতারমন।
২০২২-২৩ এর মধ্যে ৫ জি মোবাইল পরিষেবা চালু হবে বলে জানান অর্থমন্ত্রী। ২০২৫ এর মধ্যে সব গ্রামে অপটিক্যাল ফাইবারের পরিকল্পনার কথা জানান তিনি। পাশাপাশি ১০ লক্ষ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীকে ঋণ দেওয়া হবে বলে জানানো হয়।
Comments are closed.