প্রবল তাপপ্রবাহ। সারাদিন রাস্তায় দাঁড়িয়ে থেকে কাজ করে চলেন ট্রাফিক পুলিশরা। যা দেখে প্রাণ কেঁদে উঠেছে স্কুল পড়ুয়াদের। তাই এবার রাস্তায় থাকা পুলিশ কাকুদের জন্য বিশেষ উদ্যোগ নিল একদল পড়ুয়া।
গরমে ট্রাফিক পুলিশদের পাশে দাঁড়াল হাওড়ার লিলুয়ার এক বেসরকারি মাধ্যমের স্কুল পড়ুয়ারা। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সেখানে দেখা যাচ্ছে গরমে রোদ থেকে খানিক মুক্তি পেতে পুলিশদের হাতে তাঁরা তুলে দিচ্ছে ডাব, রুমাল ও টুপি। জানা গিয়েছে বাবা মায়ের দেওয়া টিফিনের পয়সা জমিয়ে তাঁরা পুলিশ কাকুদের সাহায্য করেছে। একদল পড়ুয়ার এই কীর্তি দেখে খুশি লিলুয়া থেকে বালির মধ্যবর্তী এলাকা জিটি রোডে দাঁড়িয়ে থাকা ট্রাফিক পুলিশ। নেটিজেনরাও প্রশংসা করেছেন ওই পড়ুয়াদের।
দক্ষিণবঙ্গ জুড়ে চলছে প্রবল তাপপ্রবাহ। কড়া রোদের হাত থেকে ট্রাফিক কনস্টেবলদের মুক্তি দিতে কাজের সময় কমানো হয়েছে ২ ঘন্টা। ট্র্যাফিক কনস্টেবল এবং নিচুতলার পুলিশকর্মীদের ডিউটির সময় ৮ ঘন্টা থেকে কমে ৬ ঘন্টা করা হয়েছে। লালবাজার সূত্রে জানা গিয়েছে, ট্রাফিক গার্ডগুলির কাছে নয়া নির্দেশিকা পৌঁছেছে। সেখানে বলা হয়েছে কাজের সময় মাঝে মাঝে জল খেতে এবং সানগ্লাস পরে থাকতে হবে। কড়া রোদে দীর্ঘ সময় না দাঁড়িয়ে থেকে মাঝেমধ্যে কিয়স্ক থেকে নজরদারি চালাতে হবে। এবার তাঁদের চিন্তায় এগিয়ে এল পড়ুয়ারা।
Comments are closed.