পুজোর সময় স্বাভাবিকভাবেই ভিড় হবে মেট্রোয়। প্রতি বছরের মতন এই বছরও পুজোর দিনগুলিতে বেশি সংখ্যক মেট্রো চলবে। শুক্রবার পুজোয় মেট্রো চলাচল নিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে মেট্রো রেল কর্তৃপক্ষ। সেখানে বলা হয়েছে,
পুজোর দিনগুলিতে প্রথম ও শেষ মেট্রোর সময়সূচি জানান হয়েছে।
৩০ সেপ্টেম্বর, ১ অক্টোবর ও ২ অক্টোবর অর্থাৎ চতুর্থী, পঞ্চমী এবং ষষ্ঠীতে কবি সুভাষ থেকে দমদম পর্যন্ত দুদিকেই মোট ১৪৪টি মেট্রো চলবে। চতুর্থী, পঞ্চমী এবং ষষ্ঠীতে দিনের প্রথম মেট্রো দমদম এবং কবি সুভাষ থেকে ছাড়ার সময় সকাল ৮টা। কিন্তু এই কয়েকদিন দক্ষিণেশ্বর থেকে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৮টার ১০ মিনিট পর। রাত ৯টা ৫০ মিনিটে দমদম এবং কবি সুভাষ থেকে শেষ মেট্রো ছাড়বে।
২, ৩ এবং ৪ অক্টোবর অর্থাৎ সপ্তমী, অষ্টমী এবং নবমীতে দমদম এবং কবি সুভাষ ও দক্ষিণেশ্বর থেকে প্রথম মেট্রো চলবে দুপুর ১টায়। ভোর চারটার সময় দমদম এবং কবি সুভাষ থেকে শেষ মেট্রো ছাড়বে। দক্ষিণেশ্বর থেকে শেষ মেট্রো ছাড়বে ভোর ৩টে ৪৮ মিনিটে। ৫ অক্টোবর অর্থাৎ দশমীর দিন দমদম,কবি সুভাষ ও দক্ষিণেশ্বর থেকে প্রথম মেট্রো ছাড়বে দুপুর ১টায়। দমদম এবং কবি সুভাষ থেকে শেষ মেট্রো ছাড়বে রাত ১০টায়। কিন্তু দক্ষিণেশ্বর থেকে শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ৪৮ মিনিটে। একাদশী, দ্বাদশী এবং ত্রয়োদশীতে সকাল ৬টা ৫০ মিনিট থেকে কবি সুভাষ ও দমদম থেকে প্রথম মেট্রো চলবে। দক্ষিণেশ্বর থেকে প্রথম মেট্রো চলার সময় সকাল ৭টা। দমদম এবং কবি সুভাষ থেকে শেষ মেট্রো চলার সময় রাত ৯টা ৪০। দক্ষিণেশ্বর থেকে শেষ মেট্রো চলবে রাত ৯টা ২৮ মিনিটে।
অন্য দিকে শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো চলাচলে কিছু পরিবর্তন হবে পুজোর দিনগুলিতে। পুজোর চারদিন শিয়ালদহ থেকে প্রথম মেট্রো ছাড়বে সকাল ১১টা ৫৫ মিনিটে। সল্টলেক সেক্টর ফাইভ থেকে প্রথম মেট্রো ছাড়বে বেলা ১২টায়। শিয়ালদহ থেকে শেষ মেট্রো রাত ১১টা ৩৫ মিনিটে ও সেক্টর ফাইভ থেকে শেষ মেট্রো ১১টা ৪০ মিনিটে ছাড়বে। দশমীর দিন শিয়ালদহ থেকে শেষ মেট্রো ছাড়বে সন্ধে ৭টা ৩৫ মিনিটে। সেক্টর ফাইভ থেকে শেষ মেট্রো সন্ধে ৭টা ৪০ মিনিটে।
Comments are closed.