ট্রেনে সফরের সময় যাত্রীর কোনও জিনিস চুরি গেলে বা হারিয়ে গেলে সেই দায় সংশ্লিষ্ট যাত্রীকেই নিতে হবে। কোনও ভাবেই ভারতীয় রেল এর দায়িত্ব নেবে না। একটি ক্ষতিপূরণ সংক্রান্ত মামলায় এমনটাই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। দেশের শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, সফরের সময় কোনও যাত্রীর কিছু চুরি হলে তাকে কখনই রেলের পরিষেবার ত্রুটি বলা যাবে না। এর দায় সম্পূর্ণভাবেই যাত্রীর। কিন্তু ঠিক কোনও মামলায় সুপ্রিম কোর্টের এই গুরুত্বপূর্ণ রায়? অসুন জেনে নেওয়া যাক
সুরেন্দ্র ভোলা নামে এক জনৈক ব্যক্তি ট্রেনে যাওয়ার সময় তাঁর এক লক্ষ টাকা চুরি হয়ে যায়। ওই ব্যক্তি অভিযোগ করেছিলেন, ট্রেনে যাওয়ার সময় ওই ব্যক্তির পকেটে এক লক্ষ টাকা ছিল। ঘুম থেকে উঠে দেখেন তাঁর পকেটে আর সেই টাকা নেই। তারপরেই ক্ষুব্ধ ওই ব্যক্তি রেলের যাত্রী পরিষেবার ওপর প্রশ্ন তুলে জেলা ক্রেতা সুরক্ষা আদালতে মামলা দায়ের করে দেন। ওই মামলার পরিপ্রেক্ষিতে জেলা ক্রেতা সুরক্ষা আদালত রেলকে ১ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে নির্দেশ দেয়।
জেলা আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে উচ্চ আদালতে যায় রেল। মামলা গড়ায় সুপ্রিম কোর্টে। এবং শেষমেশ সেই মামলায় দেশের শীর্ষ আদালত জানিয়ে দেয়, কোনও ব্যক্তি যদি নিজের জিনিসপত্র সামলে রাখতে না পারেন, তার দায় কোনওভাবেই রেলের নয়।
Comments are closed.