রাজ্যের উদ্যোগে ৪৪০ কোটি টাকা খরচে আলিপুরে তৈরি হয়েছে ধনধান্য স্টেডিয়াম। শঙ্খের আকৃতিতে তৈরি থ্রী টায়ার এই স্টেডিয়াম শুরুর দিন থেকেই আকৃষ্ট করেছে শহরবাসীকে। বিশেষ করে স্টেডিয়ামটির আকৃতি শঙ্খের মতো দেখতে হওয়ায় তা সকলের নজর কেড়েছে। কিন্তু আকৃতিটা শঙ্খের মতোই কেন করা হল? এদিন স্টেডিয়াম উদ্বোধন করে সে উত্তর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
তিনি বলেন, অকৃতিটা শঙ্খের মতো ভেবেছিলাম কারণ, শঙ্খ হল মঙ্গলের প্রতীক। সাধারণ দেখতে করে কী হবে? তাই শঙ্খের আদলেই এটিকে তৈরি করা হল। সেই সঙ্গে মুখ্যমন্ত্রী এও জানান, চার একর জমিতে স্টেডিয়ামটি তৈরি হয়েছে। স্টেডিয়ামের আলোক সজ্জার জন্য সুদূর আয়ারল্যান্ড থেকে ৩০ হাজার আলো আনা হয়েছে। যে সকল শ্রমিক স্টেডিয়াম তৈরির কাজে যুক্ত ছিলেন তাঁদের প্রত্যেকেও এদিন ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী।
Comments are closed.