বুধবার তাঁর অফিসে গিয়েছিল আর ২৪ ঘন্টার মধ্যেই সোনু সুদরে বাড়িতে হাজির আয়কর দফতর। বুধবার গভীর রাত পর্যন্ত অভিনেতার অফিসে তল্লাশি চালানোর পর বৃহস্পতিবার সকালে তাঁর মুম্বাইয়ের বাড়িতে যান ইনকামট্যাক্সের আধিকারিকরা। এই ঘটনার জেরে ইতিমধ্যেই রাজনৈতিক তরজা তুঙ্গে উঠেছে।
মূলত আয়কর ফাঁকির অভিযোগের জেরেই এই তল্লাশি বলে আয়কর দফতর সূত্রে খবর। লখনৌর একটি রিয়েল এস্টেট সংস্থার সঙ্গে সোনু সুদের কোম্পানির লেনদেন হয়েছে এমন তথ্য জানতে পেরেছে আয়কর আধিকারিকরা। যার জেরেই তাঁরা অভিনেতার বাড়ি এবং অফিসে অভিযান চালিয়েছে।
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে সাক্ষাতের পরেই আয়কর দফতরের তৎপরতা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা। আপ নেতার সঙ্গে দেখা করার পরেই সোনুর রাজনৈতিক যোগ নিয়ে জল্পনা ওঠে। যার জেরেই এই তল্লাশি বলে দাবি বিরোধীদের।
উল্লেখ্য, কয়েকদিন আগেই অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে দেখা করেন সোনু সুদ। দিল্লি সরকারের স্কুল পড়ুয়াদের জন্য তৈরী প্রকল্প ‘দেশ কা মেন্টর্স’ প্রোগ্রামে সোনু সুদকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর করা হয়েছে। আর তারপরেই এই ঘটনায় রাজনৈতিক অভিসন্ধি দেখছে আপ নেতৃত্ব।
Comments are closed.