স্বাধীনতা দিবসে ৫ টি সংকল্প নেওয়ার জন্য দেশবাসীকে আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার লালকেল্লা থেকে ভাষণ দেন তিনি। বলেন, আগামী ২৫ বছরে আরও উন্নত দেশ হিসেবে বিশ্বের কাছে পরিচিত হবে ভারত। এরজন্য দেশবাসীকে ৫ সংকল্প নিতে বলেন মোদী।
প্রথম সংকল্প হিসেবে তিনি শিক্ষার কথা বলেন। প্রতিটি মানুষ শিক্ষিত হলেই বিকাশ ঘটবে দেশের। দ্বিতীয় সংকল্প হিসেবে তিনি দাসত্বের কথা বলেন। তাঁর কথায় দেশে কোনও দাসত্ব থাকবে না। তৃতীয় সংকল্প হিসেবে ঐতিহ্যকে রক্ষা করার কথা বলেন মোদী। চতুর্থ সংকল্প এক ভারত শ্রেষ্ঠ ভারত গঠনের কথা তিনি বলেন। পঞ্চম সংকল্প হিসেবে সবাইকে নাগরিক কর্তব্য পালনে জোর দিতে বলেন তিনি।
স্বাধীনতা দিবসের ভাষণে নারী শক্তির কথা ও শোনা যায় মোদীর মুখে। বললেন, কথায় ও আচরণে নারীদের অপমান দেশকে উন্নতশীল করতে বাধা দেবে। এদিনের ভাষণে মোদীর মুখে শোনা যায় যুব সমাজের উন্নতির কথা। তিনি বলেন, আজ থেকে ২৫ বছর পর দেশ আর উন্নয়নশীল থাকবেনা। উন্নত দেশে পরিণত হবে।
Comments are closed.