শনিবার মণিপুর যাচ্ছে ‘ইন্ডিয়া’ জোটের প্ৰতিনিধিরা: দু’দিনের সফরে কথা বলবেন সব পক্ষের সঙ্গে 

বৃহস্পতিবারই জানা গিয়েছিল, বিরোধী জোট ‘ইন্ডিয়ার’ সদস্যরা মণিপুর যাবেন। জানা গেল, আগামী শনিবার ২৬টি বিরোধী দলের প্রতিনিধিরা মণিপুরে যাচ্ছেন। রবিবার পর্যন্ত তাঁরা থাকবেন সে রাজ্যে। সব পক্ষের সঙ্গেই আলোচনা করবেন।

জাতিগত হিংসায় উত্তপ্ত মণিপুর। কার্যত আগুন জ্বলছে সে রাজ্যে। এই অবস্থায় মণিপুর নিয়ে কেন্দ্রের ভূমিকার বিরুদ্ধে লাগাতার সুর চড়াচ্ছে বিরোধীরা। বুধবার কেন্দ্রের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবও এনেছিল বিরোধী জোট। পাশাপাশি রোজই মণিপুর ইস্যুতে উত্তপ্ত হয়ে উঠেছে সংসদ। সংসদ কক্ষে প্রধানমন্ত্রীর বিবৃতি চেয়ে দফায় দফায় বিক্ষোভ দেখাচ্ছেন বিরোধী সাংসদরা। এর মধ্যেই বৃহস্পতিবারই জানা গিয়েছিল, ২৬টি বিরোধী দলের প্রতিনিধিরা একত্রে মণিপুর যাবেন। জানা গিয়েছে, রাজ্য থেকে তৃণমূলের প্রতিনিধি হিসেবে সুস্মিতা দেব’র থাকার কথা।

জোটেরই এক নেতা মারফত জানা গিয়েছে, ২ দিনের সফরে তাঁরা মণিপুর যাচ্ছেন। জোটের মধ্যে যে দলে সাংসদরা নেই, তাদের অন্য কোনও নেতা দলের প্রতিনিধি হিসেবে জোটে যোগ দেবেন। প্রসঙ্গত, এর আগে তৃণমূল পৃথক প্রতিনিধি দল পাঠিয়েছিল মণিপুরে। কংগ্রেসের হয়ে রাহুল গান্ধীও মণিপুরে গিয়ে সব পক্ষের সঙ্গে কথা বলেছেন। আলাদা করে বামেরাও প্রতিনিধিদের পাঠিয়েছিল। তবে সব বিরোধী দলের একত্রে সফর এই প্রথম।

Comments are closed.