ভারতের পতাকা হাতে ধরে যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন থেকে দেশে ফিরতে পেরেছিল পাকিস্তানের পড়ুয়ারা। এবার বাংলাদেশিদের উদ্ধার করল ভারত। মোদীকে ধন্যবাদ জানালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অপারেশন গঙ্গা কর্মসূচীর মাধ্যমে ইউক্রেন থেকে ৯ জন বাংলাদেশিকে উদ্ধার করে ভারত। শুধু পাকিস্তান বা বাংলাদেশ নয়, অপারেশন গঙ্গার মাধ্যমে নেপাল ও তিউনিসিয়ার পড়ুয়াদেরও উদ্ধার করা হয়েছে।
এরআগেও জানা গিয়েছিল ভারতের পতাকা হাতে ধরে ইউক্রেন থেকে বাড়ি ফিরতে পেরেছেন পাক পড়ুয়ারা। তেরঙ্গা দেখিয়ে অনেক ভারতীয় পড়ুয়ারা ফিরে এসেছে ভারতে। আর তাই সেই পতাকাকে হাতিয়ার করেছে অন্য দেশের পড়ুয়ারা।
ইউক্রেনের যুদ্ধবিধ্বস্থ শহর সুমি, ইরপিন সহ একাধিক শহর থেকে ছশোরও বেশি ভারতীয় পডুয়াকে নিয়ে বাস ছেড়েছে বলে জানা গিয়েছে। মানবিক করিডরের মধ্যে দিয়ে সুমিতে আটকে থাকা ভারতীয় পড়ুয়াদের উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী।
Comments are closed.