২০২৩-ই জনসংখ্যার বিচারে চীনকেও ছাপিয়ে যাবে ভারত। অর্থাৎ আর এক বছরের মধ্যেই পৃথিবীর সবথেকে জনবহুল দেশের তকমা পাবে ভারত। রাষ্ট্রসংঘের একটি রিপোর্টে তেমনটাই দাবি করা হয়েছে।
রাষ্ট্রসংঘের ওই রিপোর্টে এও দাবি করা হয়েছে, চলতি বছরের শেষের দিকে সারা বিশ্বের জনসংখ্যা ৮০০ কোটির বেশি হয়ে যাবে। সেই সঙ্গে, ২০৩০ জনসংখ্যা ৮৫০ কোটি এবং ২০৫০-এ গিয়ে তা ৯৭০ কোটি ছাড়াবে বলে জানানো হয়েছে। সেই সঙ্গে ওই রিপোর্টে এও উল্লেখ করা হয়েছে, ১৯৫০ সালের পর থেকে সারা বিশ্বে জনসংখ্যা বৃদ্ধির হার কমেছে। ২০২০ তে এসে তা ১ শতাংশেরও নীচে নেমে গিয়েছে।
জনসংখ্যার নিরিখে এখনও বিশ্বের ১ নম্বর স্থানে রয়েছে চীন। সারা বিশ্বের মোট জনসংখ্যার ২৬ শতাংশ চীনে বাস করে। চীন এবং ভারতের মোট জনসংখ্যা মিলিয়ে বর্তমানে ১৪০ কোটিরও বেশি। এদিকে দেশের অর্থনৈতিক উন্নতির পথে অন্যতম বাধা হিসেবে অধিক জনসংখ্যাকে ধরা হয়ে থাকে। সেদিক থেকে জনসংখ্যার এই আধিক্য দেশের অর্থনীতিতে কতটা প্রভাব ফেলে এখন সেটাই দেখার।
Comments are closed.